Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাত বছরে সাড়ে তিন লাখ প্রাণহানি

| প্রকাশের সময় : ১৪ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সিরিয়ায় সাত বছরের যুদ্ধে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। তার মধ্যে বেশিরভাগই শিশু। সোমবার এই একটি রিপোর্ট প্রকাশ করা হয়। সমীক্ষায় আরও বলা হয়েছে, ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মধ্যে শুধুমাত্র সাধারণ নাগরিকই রয়েছে ১ লাখ ৬ হাজার ৩৯০ জন। এর মধ্যে আবার ১৯ হাজার ৮১১ জন শিশু। মহিলা ১২ হাজার ৫১৩ জন। ৬৩ হাজার ৮২০ জন শাসক দলের সেনা। ৫৮ হাজার ১৩০ জন মিত্রশক্তি ও দেশের সামরিক বিভাগের সৈন্য। এর মধ্যে লেবাননের হেজবোল্লার ১ হাজার ৬৩০ জন ও অন্যান্য বিদেশি শিতে দলের ৭ হাজার ৬৮৬ জন। ব্রিটেনের এই মনিটারিং গ্রুপ সিরিয়ায় তাদের সমীক্ষা চালিয়েছে। তাদের বক্তব্য ২০১১ সালের ১৫ মার্চ থেকে সিরিয়ায় ৩ লাখ ৫৩ হাজার ৯৩৫ জনের মৃত্যু হয়েছে। এই বৃহস্পতিবার আট বছর সম্পূর্ণ হবে। রয়টার্স, পার্সটুডে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রাণহানি

১০ সেপ্টেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ