Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাকিস্তানে বন্যায় ৯৩৭ জনের প্রাণহানি

জাতীয় জরুরি অবস্থা ঘোষণা

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

পাকিস্তানে অতিবৃষ্টির কারণে সৃষ্ট বন্যায় এ পর্যন্ত ৯৩৭ জনের প্রাণহানি ঘটার পর জাতীয় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বন্যায় মৃতদের মধ্যে ৩৪৩ জন শিশু রয়েছে। এছাড়া আরো অন্তত তিন কোটি মানুষ আশ্রয়হীন হয়ে পড়েছে। পাকিস্তানের মধ্যে সিন্ধু প্রদেশে সবচেয়ে বেশি সংখ্যক প্রাণহানি ঘটেছে। পাকিস্তানে জাতীয় দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ (এনডিএমএ) জানিয়েছে, সিন্ধু প্রদেশে বন্যা ও অতিবৃষ্টির কারণে ১৪ জুন থেকে গত বৃহস্পতিবার পর্যন্ত ৩০৬ জন নিহত হয়েছে। বেলুচিস্তান ও সিন্ধু প্রদেশের অবস্থা খুবই নাজুক। পানিতে তলিয়ে গেছে বিঘার পর বিঘা জমি। এনডিএমএ-এর দেওয়া তথ্যানুসারে, গত ১৪ জুন থেকে বেলুচিস্তানে মারা গেছেন ২৩৪ জন এবং খাইবার পাখতুনখাওয়ায় ১৮৫ এবং পাঞ্জাবে ১৬৫ জনের মৃত্যু হয়েছে। আজাদ জম্মু-কাশ্মিরে বন্যার কবলে ৩৭ জনের প্রাণহানি হয়েছে। ভারী বৃষ্টিপাতে সৃষ্ট বন্যায় গিলগিট-বালতিস্তান থেকেও মৃত্যুর খবর পাওয়া গেছে। পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এক বিবৃতিতে বলেছৈন, সে দেশের বন্যা পরিস্থিতি জাতীয় জরুরি অবস্থা হয়ে দাঁড়িয়েছে। সরকার উদ্ধার তৎপরতা চালাচ্ছে বলেও জানান তিনি।

অস্বাভাবিক বৃষ্টিপাতে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে আকস্মিক বন্যায় ভাসছে। এনডিএমের তথ্যানুসারে, পাকিস্তানে চলতি বছরের আগস্টে ১৬৬.৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পাকিস্তানে বন্যায় ৯৩৭ জনের প্রাণহানি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ