প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
চলচ্চিত্রের তারকা শিল্পী-কুশলীদের নিয়ে নতুন সংগঠন ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’ আত্মপ্রকাশ করলো। ফোরামের সভাপতি বিশিষ্ট চলচ্চিকার শফি বিক্রমপুরী এবং সাধারণ সম্পাদক চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। গত শনিবার রাজধানীর ঢাকা ক্লাবে এক অনুষ্ঠানের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ ঘটে। গত ২০১৬ সালের ২৩শে জানুয়ারি মরহুম নায়করাজ রাজ্জাকের ৭৫তম জন্মদিনের অনুষ্ঠানে চলচ্চিত্রের অতীত ও বর্তমান বিষয় নিয়ে আলোচনার একপর্যায়ে চলচ্চিত্রকার শফি বিক্রমপুরী একটি সংগঠন করার প্রস্তাব করেন । তার প্রস্তাবের ফলেই গঠিত হয়েছে ‘সিনে স্টার ফোরাম’ অনুষ্ঠানে দেয়া বক্তব্যে এমনটিই জানিয়েছেন তিনি। শফি বিক্রমপুরী আরো জানান, ১৯৫৬ সাল থেকে ১৯৮০ সাল পর্যন্ত চলচ্চিত্রের প্রথম ২৫ বছরে যে সকল পরিচালক, প্রযোজক, সংগীত পরিচালকসহ নানান শাখায় শিল্পী-কলাকুশলীরা বেঁচে আছেন তাদের নিয়েই এই সংগঠন করার উদ্দেশ্য ছিল। এরই মধ্যে আমরা নায়করাজ রাজ্জাক, গায়ক আবদুল জব্বার, গায়িকা শাম্মী আখতার, অভিনেতা সিরাজ হায়দারসহ অনেককে হারিয়ে ফেলেছি। বর্তমানে যারা আছেন সকলের সঙ্গে আলোচনা করে গত বছরের ৩রা আগস্ট এই ফোরাম করার সিদ্ধান্ত নেয়া হয় এবং আনুষ্ঠানিকভাবে আজ এই অনুষ্ঠানের মাধ্যমে আত্মপ্রকাশ করলো ‘বাংলাদেশ সিনে স্টার ফোরাম’। সংগঠনের সদস্য হিসেবে একুশে পদক পাবার জন্য সংগীতশিল্পী খুরশিদ আলম, ইন্দ্রমোহন রাজবংশী এবং চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে চিত্রনায়ক বাপ্পারাজ ও পরিচালক ছটকু আহমেদ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ ফোরামের সহ-সভাপতি হিসেবে রয়েছেন আজিজুর রহমান, কোহিনূর আক্তার সুচন্দা, খুরশীদ আলম, আহমেদ শরীফ, আহসান উল্লাহ মনি, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুল হুদা মিন্টু, অর্থ বিষয়ক সম্পাদক রুমি কিসলু, সাংগঠনিক সম্পাদক আবু মুসা দেবু এবং প্রচার-প্রকাশনা সম্পাদক দিলারা ইয়াসমিন। ১২ জন কার্যনির্বাহী সদস্য ছাড়াও এ সংগঠনের উপদেষ্টা পরিষদে রয়েছেন সৈয়দ হাসান ইমাম, আমজাদ হোসেন, গাজী মাজহারুল আনোয়ার, বেগম কবরী, সাবিনা ইয়াসমিন, সৈয়দ আবদুল হাদী, আজাদ রহমান, মাসুদ পারভেজ, উজ্জল, ফারুক, আলমগীর, ফেরদৌস ওয়াহিদ, ফকির আলমগীর, দেলোয়ার জাহান ঝন্টু, আবদুল লতিফ বাচ্চু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।