রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ভৈরব (কিশোরগঞ্জ) উপজেলা সংবাদদাতা: নিষিদ্ধ স্কাফ সিরাপ, ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের সদস্যরা। গোপন খবরে র্যাব পৃথক দুটি অভিযান চালিয়ে আখাউড়া পৌরসভার মসিজিদ পাড়ার একটি ভাড়া বাড়ি থেকে গতকাল রোববার সকালে মৃত চাঁন মিয়ার ছেলে আব্দুল মালেকে ১শ বোতল স্কাফ সিরাপ ও ১৫৬ বোতল ফেন্সিডিল সহ আটক করে। অপরদিকে শুক্রবার রাতে ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ চকবাজর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক হিজরা সুমনকে ২০ বোতল ফেন্সিডিল এবং মামুন মিয়াকে ৪০ পিস ইয়াবা ও ২০০ বোতল ফেন্সিডিল সহ আটক করা হয়। আটকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভৈরব থানায় মামলা দায়ের করা হয়েছে। র্যাবের পৃথক দুটি অভিযানের নেতৃত্বে দেন র্যাব-১৪, ভৈরব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এডি চন্দন দেবনাথ ও এএসপি জোনাঈদ আফ্রাদ। ভৈরব র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার জানান, হিজরা সুমনকে ২০ বোতল ফেন্সিডিল সহ করলে তার দেয়া তথ্যমতে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী ও চারটি মাদক মামলার অভিযুক্ত আসামী মামুন মিয়াকে একই এলাকা থেকে চল্লিশ পিস ইয়াবা ট্যবলেট ও মাটির গর্তে লুকিয়ে রাখা পাশের একটি বালুর মাঠ থেকে আরো ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার সহ দুইজন ও ১শ বোতল স্কাফ সিরাপ ও ১৫৬ বোতল ফেন্সিডিল সহ আরো একজনকে আটক করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।