Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিঠিপত্র

| প্রকাশের সময় : ১১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

জাফলংকে রক্ষা করুন::
দেশের উওর-পূর্বের দু’টি পাতা একটি কুড়িঁর রাজ্য খ্যাত সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলা ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষে খাসিয়া-জৈন্তা পাহাড়ের পাদদেশে অবস্থিত। এ উপজেলার পাহাড়, টিলা, নদী, হাওর, বিল, পাথর সমৃদ্ধ অতি প্রাচীন এক জনপদ জাফলং। সিলেট নামের সঙ্গে জাফলংয়ের নাম জড়িয়ে আছে আদিকাল থেকেই। জাফলং পাথর কন্যা, প্রকৃতি কন্যা, বিউটি স্পট নামেও পরিচিত। এখানকার নির্মল প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগে প্রতিদিন ভ্রমণ পিপাসুরা ছুটে আসেন এখানে। পাহাড়-নদের সবুজ প্রকৃতির জনপ্রিয় পর্যটন কেন্দ্র নয়নাভিরাম জাফলং দিনে দিনে বিরান ও ভয়াল একরূপ ধারণ করছে আজ। নদীর তীরে যত্রতত্র গড়ে উঠা পাথর ভাঙ্গার মিল ও বোমা মেশিন নামের যন্ত্র সব স্বস্তি, শান্তি, সৌন্দর্য মিসমার করে দিচ্ছে। নিষিদ্ধ এই যন্ত্র দিয়ে ভূগর্ভ থেকে ৫০-৮০ ফুট গভীর হতে পাথর উত্তোলন করায় ধসে যাচ্ছে নদীর তীর, আশপাশের চা বাগান, নয়াবস্তি, কান্দুবস্তি, মন্দ্রিরের জুম এলাকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠির মানুষের পানপুঞ্জিও এবং মামার দোকান থেকে বল্লাঘাট যেন ধুলিবালির রাজ্য। এতে দূষিত হচ্ছে পরিবেশ, নষ্ট হচ্ছে প্রকৃতি। অবৈধ পন্থায় পাথর, বালু উত্তোলনে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা থাকলেও পাথর খেকো, ভূমি খেকো, বালু খেকো চক্র দেদারসে চালিয়ে যাচ্ছে পরিবেশ ধ্বংস করে পাথর উত্তোলন কার্যক্রম। নিষেধাজ্ঞা অমান্য করেই গোপনে পাহাড়-টিলা কেটে পাথর উত্তোলনের ফলে প্রায়শই ঘটছে শ্রমিকদের প্রাণহানির ঘটনা। অবৈধ ও অপরিকল্পিতভাবে পাথর উত্তোলন করতে গিয়ে জাফলং পাথর কোয়ারি এলাকায় পাথর উত্তোলনের সময় কোয়ারির মাটি ধ্বসে পিষ্ট হয়ে মারা যায় পাথর শ্রমিকরা। মৃত্যুর মিছিলে প্রতিদিনই যোগ হচ্ছে নতুন নতুন নাম। পাথর খেকো চক্রের দৌরাত্ম্য বেড়েই চলেছে। আর সেই অবৈধ পাথর উত্তোলনের গর্তে পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে লাশ হয়ে বাড়ি ফিরছে দরিদ্র পরিবারের উপার্জনক্ষম ব্যক্তিরা। পাথর কোয়ারি এলাকায় একসময় সনাতন পদ্ধতিতে পাথর উত্তোলন চলত। পানিতে নেমে হাত দিয়ে পাথর উত্তোলনের কর্মযজ্ঞে তখন হাজার হাজার শ্রমিক ব্যস্ত থাকতো সকাল থেকে সন্ধ্যা অবধি। আর সারি সারি বারকি নৌকার আনাগোনা ছিল চোখে পড়ার মতো। জাফলংয়ের প্রাকৃতিক পরিবেশের কোনো ক্ষতি হয়নি তখন। ইকোলজিক্যালি ক্রিটিকেল এরিয়া হিসেবে চিহ্নিত জাফলংকে রক্ষা করতে এখনই জোরালো সরকারি উদ্যোগ প্রয়োজন।
মুনযির আকলাম
কোরপাই, বুড়িচং,
কুমিল্লা।



 

Show all comments
  • Nur ১৬ মার্চ, ২০১৮, ৮:৫২ এএম says : 0
    Unnouner juar boyse deshe kintu rastar dosar sate to milsena .kota o kaje mil nae
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন