Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ -এনামুল হক শামীম

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, তৃণমূল নেতাকর্মীই আওয়ামী লীগের প্রাণ। তৃণমূল নেতাকর্মীরা যখনই ঐক্যবদ্ধ থেকেছে, তখনই আমাদের বিজয় এসেছে। নীতি নির্ধারণী সিদ্ধান্ত কেন্দ্র নিলেও বাস্তবায়ন করে তৃণমূল। প্রয়াত নাছির উদ্দিন পাইক ছিলেন দলের জন্য নিবেদীত প্রাণ। গতকাল শরীয়তপুর জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মুক্তিযোদ্ধা প্রয়াত নাছির উদ্দিন পাইকের কুলখানি অনুষ্ঠানে তিনি একথা বলেন। সখিপুরের চরভাগাস্থ নিজ বাড়িতে মিলাদ, দোয়া ও তবারকের আয়োজন করা হয়। এতে মরহুমের ভাতিজা একেএম এনামুল হক শামীম ছাড়াও কেন্দ্রীয় সদস্য ইকবাল হোসেন অপু, নাহিম রাজ্জাক এমপি, জেলা প্রশাসক কাজী আবু তাহের, পুলিশ সুপার আব্দুল মোমেন, জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেদুর রহমান, সাধারন সম্পাদক অনল কুমার দে, হাবিবুর রহমান সিকদার, হুমায়ুন কবির মোল্যা, নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম ইসমাইল হক, পৌর মেয়র বাবু রাড়ী প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আওয়ামী লীগ


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ