Inqilab Logo

মঙ্গলবার ১৯ নভেম্বর ২০২৪, ০৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সেমিফাইনালে সিলেট-রাজশাহী

| প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : যুব গেমস ফুটবলের বালক বিভাগের সেমিফাইনালে উঠেছে সিলেট ও রাজশাহী। গতকাল কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ মোস্তফা কামাল স্টেডিয়াম দু’টি কোয়ারর্টার ফাইনাল অনুষ্ঠিত হয়। সকাল দশটায় অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ৩-২ গোলে হারায় চট্টগ্রাম বিভাগকে। বিজয়ী দলের সজিব, ইমন ও মেহেদী একটি করে গোল করেন। চট্টগ্রাম বিভাগে ফারুকুল ইসলাম ও জমির উদ্দিন দু’গোল শোধ দেন। দিনের অন্য কোয়ার্টার ফাইনালে সিলেট ৩-১ গোলে খুলনাকে উড়িয়ে দিয়ে সেমিতে জায়গা পায়। জয়ী দলের রাসেল আহমেদ দু’টি ও হেলাল আহমেদ একটি গোল করেন। খুলনার হয়ে এক গোল শোধ দেন রনি। আগামীকাল প্রথম সেমিফাইনালে ঢাকা ও সিলেট এবং দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে রংপুর ও রাজশাহী বিভাগ।
অন্যদিকে গেমসে উপজেলা এবং জেলা পর্যায়ে শ্যুটিং না থাকলেও সরাসরি চূড়ান্ত পর্বে অংশ নেয়ার সুযোগ পেয়েছে এই ডিসিপ্লিন। চূড়ান্ত পর্বে অংশগ্রহনের যোগ্যতা নির্ধারণের জন্য গতকাল বাছাই প্রক্রিয়া শেষ করেছে শ্যুটিং। এদিন গুলশাস্থ বাংলাদেশ শ্যুটিং স্পোর্ট ফেডারেশনের রেঞ্জে বিভাগীয় তরুন ও তরুনীদের পয়েন্ট ১৭৭ ওপেন সাইট এয়ার রাইফেলের বাছাই শেষ হয়। এতে মোট ১৫২ জন তরুন-তরুনী অংশ নেয়।
চ্যাম্পিয়ন্স লিগের ফেভারিট রিয়াল-বার্সা
স্পোর্টস ডেস্ক : ক’দিন আগেও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা দৌড়ে বার্সেলোনা-রিয়াল মাদ্রিদের সঙ্গে অনায়েসে জুড়ে যেত প্যারিস সেইন্ট জার্মেইয়ের নাম। তবে নেইমারহীন পিএসজির সে স্বপ্নকে গুড়িয়ে লড়াইটা দু’পেশে করে নিয়েছে রিয়াল। এবার পিএসজির সেই স্থানে নিজেদের দেখছে জুভেন্টাস। লড়াইয়ে প্রতিদ্বদ্বন্দ্বিতা করার সামর্থ্য আছে বলে বিশ্বাস দলটির কোচ মাসিমিলিয়ানো আল্লেগ্রির। কিন্তু ফেভারিটের প্রশ্নে স্পেনের দুই ক্লাবকেই এগিয়ে রাখছেন এই ইতালিয়ান।
লন্ডনের ওয়েম্বলিতে গত বুধবার রাতে ইউরোপ সেরা প্রতিযোগিতায় শেষ ষোলোর ফিরতি লেগে টটেনহ্যাম হটস্পারকে ২-১ গোলে হারায় জুভেন্টাস। দুই লেগ মিলিয়ে ৪-৩ ব্যবধানে এগিয়ে কোয়ার্টার-ফাইনালে ওঠে গত আসরের রানার্স-আপরা। প্রথম লেগে নিজেদের মাঠে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল তারা। চ্যাম্পিয়ন্স লিগে দল এগিয়ে যাওয়ায় ভীষণ খুশি আল্লেগ্রি। রিয়াল ও বার্সেলোনার মতো নিজেদেরকে অবশ্য ফেভারিট ভাবছেন না তিনি, ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, জিততে পারায় এবং শেষ আটে ওঠায় আমরা খুবই খুশি। জুভেন্টাসে আসার পর থেকে আমি সবসময় বলেছি, যতটা সম্ভব এগিয়ে যাওয়াই আমাদের লক্ষ্য। আমরা শেষ আটে আছি এবং এই পর্যায়ে খুব ভালো কয়েকটি দল আছে। মানুষজন রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা নিয়ে কথা বলে, যারা সম্ভবত ফেভারিটের দিক থেকে এগিয়ে-তবে এর অর্থ এই না যে, আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবো না। বায়ার্ন মিউনিখ আরেকটি দল যারা সামনে বিধ্বংসী কিছু করতে পারে।’
জুভেন্টাস ছাড়া এরই মধ্যে শেষ আটে ওঠা অপর দলগুলো হলো-রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি ও লিভারপুল। পরের রাউন্ডে ওঠার পথে ভালো অবস্থানে আছে বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা ও ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার-ফাইনালের ড্র হবে ১৬ মার্চ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালে


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ