Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফাইনালেও আম্পায়ার বাংলাদেশের মুকুল

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১১ সেপ্টেম্বর, ২০২২, ১২:০০ এএম

এশিয়া কাপে এবার হতাশার কেটেছে বাংলাদেশ ক্রিকেট দলের। গ্রুপ পর্বেই বাদ পড়ে যায় সাকিব আল হাসানের দল। দল বাদ পড়লেও টুর্নামেন্টতিতে বাংলাদেশের প্রতিনিধিত্ব থাকছে ফাইনাল পর্যন্ত। বাংলাদেশের দুই আম্পায়ার মুকুল ও গাজী সোহেল বেশ কয়েকটি ম্যাচে দায়িত্ব পালন করেন। গ্রুপ পর্ব ও সুপার ফোরে ভারত-পাকিস্তানের লড়াই সামলান মুকুল। সুপার ফোরে শেষ দিকের উত্তেজনাময় মুহুর্তে মুকুলের ঠাণ্ডা মাথায় নেওয়া সিদ্ধান্ত প্রশংসা কুড়ায়। এমন পারফরম্যান্সের কারণেই বড় দায়িত্ব পেলেন তিনি। বাংলাদেশের এই আম্পায়ার আজ পাকিস্তান ও শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনালে মাঠের আম্পায়ার হিসেবে থাকবেন। তার সঙ্গে থাকবেন ভারতের অনিল চৌধুরী। দেশের বাইরে সর্বোচ্চ পর্যায়ের বহুজাতিক আসরের ফাইনালে এই প্রথম বাংলাদেশের কোন আম্পায়ার দায়িত্ব পালন করবেন। মুকুল জানান, ‘ফাইনালে আমি ও ভারতের অনিল চৌধুরী মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পেয়েছি।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ফাইনালেও আম্পায়ার বাংলাদেশের মুকুল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ