নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
ইসলামিক সলিডারিটি গেমসের সাঁতারে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের সাঁতারু মাহমুদুন নবী নাহিদ। গতকাল তুরস্কের কোনিয়াতে অনুষ্ঠিত ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.২০ সেকেন্ড সময় নিয়ে সেমিফাইনালে উঠেন তিনি। এটি নাহিদের ক্যারিয়ারের সেরা টাইমিং। গত বছর অনুষ্ঠিত বাংলাদেশ গেমসের ১০০ মিটার বাটারফ্লাইয়ে ৫৬.৭১ সেকেন্ড সময় নিয়ে রেকর্ড গড়েছিলেন তিনি। ২০১৯ সালে জাতীয় চ্যাম্পিয়নশিপে নিজের গড়া ৫৬.৮২ সেকেন্ডের রেকর্ড নিজেই ভেঙে দেন। এবার জাতীয় রেকর্ড গড়েন তুরস্কে।
এমনিতেই বাংলাদেশের সাঁতারুদের আন্তর্জাতিক ইভেন্টে হিটে বাদ পড়ে যাওয়াটাই স্বাভাবিক ঘটনা। তবে এবার ব্যতিক্রম নাহিদ। এর আগে ২০১৪ সালে চীনে অনুষ্ঠিত যুব অলিম্পিক গেমসের ৫০ মিটার ফ্রি স্টাইলে আসিফ রেজা উঠেছিলেন কোয়ার্টার ফাইনালে।
এদিকে কুস্তিতে নারীদের ৬৮ কেজি ওজন শ্রেণীতে হেরে বিদায় নিেেছন বাংলাদেশের কুস্তিগীর হালিমা আক্তার। কনিয়া টেকনিক্যাল ইউনিভার্সিটি স্পোর্টস হলে অনুষ্ঠিত প্রথম ম্যাচে মাত্র দেড় মিনিট খেলে কিরগিজস্তানের কাছে ১০-০ পয়েন্টে, দ্বিতীয় ম্যাচে দুই মিনিট লড়াই করেও উজবেকিস্তানের কাছে ১০-০ পয়েন্টে এবং শেষ ম্যাচে স্বাগতিক তুরস্কের কুস্তিগীরের কাছে এক মিনিটেরও কম সময়ে একই ব্যবধানে হেরে বিদায় নেন হালিমা।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।