Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাড়ে ৪ ঘণ্টার উদ্বোধনী অনুষ্ঠান

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ১০ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সব প্রস্তুতি শেষ। নতুন সাজে সেজেছে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম। এখানকার ভেতর ও বাইরে চারিদিকে রঙিন লাইট দিয়ে সাজানো হয়েছে। এ স্টেডিয়ামেই আজ বর্ণ্যাঢ্য উদ্বোধন হচ্ছে প্রথম বাংলাদেশ যুব গেমসের চুড়ান্ত পর্বের। সন্ধ্যা ৭টা ২১ মিনিটে এই পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশ টেলিভিশন ও মাছরাঙা টিভি সরাসরি সমপ্রচার করবে প্রায় সাড়ে চার ঘন্টার উদ্বোধনী অনুষ্ঠানটি।
এর আগে বিকাল চারটায় খুলে দেয়া হবে বঙ্গবন্ধু স্টেডিয়ামের সবগুলো প্রবেশদ্বার। বিকেল সাড়ে ৫টা পর্যন্ত দর্শকদের জন্য গেট খোলা থাকবে। এরপরেই শুরু হবে ডিজে শো এবং বিভিন্ন সময়ে দেশে ও বিদেশে বাংলাদেশের খেলাধূলার সাফল্যে সচিত্র অডিও ভিডিও (এভি)। ৩০ মিনিটের এই অনুষ্ঠান শেষে সন্ধ্যা ৬টা থেকে থাকবে ৪৫ মিনিটের মাগরিবের নামাযের বিরতি। ৬টা ৪৫ মিনিটে বঙ্গবন্ধু স্টেডিয়ামে প্রবেশ করবেন প্রধানন্ত্রী শেখ হাসিনা। এরপরেই সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে বেজে উঠবে জাতীয় সঙ্গীত। ৬টা ৫৩ মিনিটে প্রদর্শণ করা হবে ‘এক ঝলকে বাংলাদেশ যুব গেমস’র এভি। একই সঙ্গে মাঠে প্রবেশ করবেন আট বিভাগের সংশ্লিষ্ট ক্রীড়াবিদরা। ৭টা ১১ মিনিটে আগত অতিথিদের বক্তব্য শেষে ৭টা ২১ মিনিটে চুড়ান্ত পর্বের বর্ণাঢ্য উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ৫ মিনিট স্থায়ীত্বকালের এই উদ্বোধনের পরপরই মশাল প্রজ্বলন করা হবে। যুব গেমসের চ‚ড়ান্ত পর্বের মশাল প্রজ্বলন করবেন ম্যানচেস্টার কমনওয়েলথ গেমসের স্বর্ণজয়ী দেশসেরা শ্যুটার আসিফ হোসেন খান। ৭টা ৩০ মিনিটে গেমসের থিম সংয়ের এভি প্রদর্শনীর পরেই ধীরে ধীরে মাঠ ত্যাগ করবেন ক্রীড়াবিদরা। রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে আট মিনিটের মাসকট প্যারেড। ৭টা ৫৩ মিনিটে স্টেজ পারফরমারদের নাচ ও গান পরিবেশিত হবে। ১৫ মিনিটের এই অনুষ্ঠানে দেশসেরা কণ্ঠ ও নৃত্য শিল্পীরা অংশ নেবেন। ৮টা ৮ মিনিটে বাংলাদেশের অতীত, বর্তমান ও ভবিষ্যত নিয়ে প্রদর্শিত হবে ডিসপ্লে। ২৫ মিনিটের এই অনুষ্ঠান শেষে ৮টা ৩৩ মিনিটে লেজার শো, পাইরো এবং ফায়ার ওয়ার্কস প্রদর্শনীর মধ্য দিয়েই শেষ হবে যুব গেমস চূড়ান্ত পর্বের উদ্বোধনী অনুষ্ঠান। যদিও উদ্বোধনের মূল পর্ব থাকছে এক ঘন্টা ৫০ মিনিটের। যে সময়টুকু প্রধানমন্ত্রী উপস্থিত থাকবেন।
জেলা ও বিভাগীয় প্রতিযোগিতা শেষে যুব গেমসের চ‚ড়ান্ত পর্ব এখন দরজায় কড়া নাড়ছে। ভবিষ্যতের ক্রীড়াবিদ খুঁজে বের করার যে কার্যক্রম গত বছরের ১৮ ডিসেম্বর শুরু হয়েছিল, চ‚ড়ান্ত পর্বের মধ্য দিয়েই তা শেষ হচ্ছে। যাচাই-বাছাইয়ের পর চূড়ান্ত পর্বে ২১টি ডিসিপ্লিনে দু’হাজার ৬৬০ জন ক্রীড়াবিদ অংশ নিচ্ছেন। এই পর্বে ২১টি ডিসিপ্লিনে ১৫৯টি ইভেন্টে এক হাজার ১১৪টি পদকের জন্য লড়বেন করবেন তরুন ক্রীড়াবিদরা। যার মধ্যে ৩৪২টি করে স্বর্ণ ও রুপা এবং ৪৩২টি ব্রোঞ্জপদক রয়েছে। চূড়ান্ত পর্বের ডিসিপ্লিনগুলো হল- অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, কাবাডি, বাস্কেটবল, ভলিবল, হ্যান্ডবল, হকি, টেবিল টেনিস, ভারোত্তোলন, কুস্তি, উশু, শ্যুটিং, আরচ্যারি, ব্যাডমিন্টন, বক্সিং, দাবা, জুডো, কারাতে, তায়কোয়ান্ডো ও স্কোয়াশ। আজ আনুষ্ঠানিক উদ্বোধন হলেও ফুটবল ও শ্যুটিং ডিসিপ্লিনের খেলা আগে শুরু হয়েছে আগেই।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনুষ্ঠান


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ