Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২৭ আগস্ট, ২০২২, ১২:০০ এএম

বাংলা সাহিত্যের অনন্য রূপকার জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবিতায় একদিকে ছড়িয়ে আছে বিদ্রোহের দাবানল, অন্যদিকে প্রেম। সঙ্গীতে সৃষ্টি করেছেন অনন্যধারা। দিয়েছেন নিত্য নতুন রাগরাগিণী আর শব্দের ব্যঞ্জনা। আজ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৬ তম মৃত্যুবার্ষিকী। জাতীয় কবির মৃত্যুবার্ষিকী উপলক্ষে এটিএন বাংলা’র বিশেষ আয়োজন ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’। তানভীর আলম সজীবের সঞ্চালনায় অনুষ্ঠানটি পরিচালনা করবেন লানা খান। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেছেন প্রিয়াঙ্কা গোপ, সুকন্যা এবং তানভীর আলম সজীব। গান এবং আলাপচারিতার সমন্বয়ে ‘মৃত্যুঞ্জয়ী নজরুল’ অনুষ্ঠানটি সাজানো হয়েছে। অনুষ্ঠানে যে গানগুলো পরিবেশন করা হবে শুরুতে সেগুলোর প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হবে। গানের প্রেক্ষাপট নিয়ে আলাপচারিতা ও বিদ্রোহী কবিকে নিয়ে স্মৃতিচারণের ফাঁকে গান পরিবেশন করবেন শিল্পীরা। অনুষ্ঠানটি প্রচার হবে আজ রাত ১০.৫০ মিনিটে এটিএন বাংলায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জাতীয় কবির মৃত্যুবার্ষিকীতে বিশেষ অনুষ্ঠান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ