Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিটিভির ঈদের অনুষ্ঠানে ডিপজল

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ২ জুলাই, ২০২২, ১২:০৩ এএম

বিটিভির একটি ঈদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত ডিপজল। অনুষ্ঠানটির গেম শো’র বিশেষ পর্বে অংশ নিয়েছেন ডিপজল ও ওমর সানী। অনুষ্ঠানটির নাম ‘তারার মেলা’। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন চিত্রনায়ক মামনুন ইমন ও অভিনেত্রী কুসুম শিকদার। এতে আরও অংশ নিয়েছেন এদেশের শোবিজ অঙ্গনের জনপ্রিয় তারকারা। নাচ-গান, অভিনয়, ফান, গেম শো ও আড্ডায় দেখা যাবে নিপুণ, শবনম বুবলি, তানজিন তিশা, ইমরান, কনা ও নিশিতা বড়ুয়ার বিভিন্ন পারফরম্যান্স। ইভান শাহরিয়ারের কোরিওগ্রাফিতে তিনটি গানের কোলাজে নাচবেন শবনম বুবলি ও তানজিন তিশা। নিজেদের শ্রোতাপ্রিয় গান গেয়ে শোনাবেন ইমরান, কনা ও নিশিতা বড়ুয়া। ‘আকাশ প্রদীপ জ্বলে’ গানটির সঙ্গে ভিন্ন আঙ্গিকে দেখা যাবে চিত্রনায়িকা নিপুণকে। থাকছে আরো আকর্ষণ। ‘তারার মেলা’ প্রযোজনা করেছেন নূর আনোয়ার রনজু। তিনি জানান, ‘সময়ের জনপ্রিয় কয়েকজন তারকাকে নিয়ে আমরা দর্শকদেরকে একটি ভিন্নধর্মী অনুষ্ঠান উপহার দেয়ার চেষ্টা করেছি। আশা করছি, ঈদের এই অনুষ্ঠানটি উপভোগ্য হবে।’ তারার মেলা প্রচার হবে ঈদের ৩য় দিন রাত ১০ টার ইংরেজি সংবাদের পর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিটিভির ঈদের অনুষ্ঠানে ডিপজল
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ