বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মাল্টি লেভেল মার্কেটিং (এমএলএম) কোম্পানির ৪ কর্মকর্তা গ্রেপ্তার । গতকাল বুধবার রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এমএলএম এর এই চার কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে সিআইডি।
তারা হলেন এমএলএম এর একজিকিউটিভ মোঃ ইকবাল আলী, জুলিয়র একজিকিউটিভ দেওয়ান মোঃ মনজুর কবির, এজেন্ট এ এফ এম জিয়াউল হক এবং সাব এজেন্ট মিলন হাসান।
সিআইডির বিশেষ শাখার উপ পরিদর্শক মোল্লা নজরুল ইসলাম মিয়া জানান, গতকাল রাতে রাজধানীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গত ১৫ই ফেব্রুয়ারি বাংলাদেশ ফিন্যান্সিয়াল ইনটেলিজেন্ট ইউনিট তাদের অনুসন্ধান প্রতিবেদন সিআইডিকে দেয়। এতে দেখা যায় যে, এমএলএম এর এই দুই একজিকিউটিভ এবং দুই এজেন্ট গ্রাহকের ৪৪ কোটি ৪লাখ ৮৫ হাজার ৯৫১ টাকা আত্মসাৎ করেছে। তারা মূলত স্বর্ণ দেয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে এই টাকা আত্মসাতের ঘটনা ঘটিয়েছে।
এ ঘটনায় সিআইডি বাদী হয়ে সাভার থানায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিংয়ের মামলা দায়ের করেছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।