Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

না থেকেও আছেন সাকিব-মাশরাফি

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : টুর্নামেন্টে না থেকেও ছিলেন তিনি। তাকে নিয়ে আলোচনা নিয়মিত। তার অভাব পূরণের উপায় নিয়ে চলছে গবেষণা। সেই সাকিব আল হাসান সশরীরে শ্রীলঙ্কায়! ত্রিদেশীয় সিরিজের আগে ছোট্ট সফরে বাংলাদেশ দলকে অনুপ্রাণিত করতে গিয়েছিলেন দলের নিয়মিত অধিনায়ক। টুর্নামেন্টের উদ্বোধনী দিনে কলম্বোতে আসেন সাকিব। গতকাল প্রেমাদাসা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলনেও এসেছিলেন। উৎসাহ জুগিয়েছেন সবাইকে। দুপুরে সংবাদ সম্মেলনে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ বললেন, নিয়মিত অধিনায়ককে পাশে পেয়ে গোটা দলই অনুপ্রাণিত, ‘হ্যাঁ, সাকিব শ্রীলঙ্কায়। গতকাল (পরশু) এসেছে। দলের সঙ্গে আছে। তাকে দলের সঙ্গে পাওয়া দারুণ ব্যাপার। সে এখানে এসেছে দলকে কিছু বলতে। তাকে পেয়ে আমরা অনুপ্রাণিত।’
বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মাহমুদ জানান, গতকাল রাতেই ফিরে গেছেন সাকিব। চোট পাওয়া আঙুলের জন্য বিশেষজ্ঞ চিকিৎসক দেখাতে কলম্বো থেকেই যাবেন অস্ট্রেলিয়ায়। আজ টুর্নামেন্টে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ খেলবে ভারতের বিপক্ষে।
তবে আরেকজন যিনি সবসময়ই ছিলেন, আছেন থাকবেন দলের সঙ্গে সেই মাশরাফি বিন মর্তুজাও বাংরাদেশ দলের ‘শ্রীলঙ্কা সঙ্গী’! গত বছর শ্রীলঙ্কা সফরে সিরিজের শেষ টি-২০তে ৪৫ রানের জয় দিয়ে সিরিজে সমতায় শেষ করে বাংলাদেশ। যে ম্যাচ দিয়েই টি-২০ ক্রিকেটে ইতি ঘটে অধিনায়ক মাশরাফির। বছর ঘুরে সেই একই সময়ে একই পরিবেশে দল। সশরীরে সঙ্গী হতে না পরেলেও শুভকামনা ঠিকই পৌঁছে দিয়েছেন ওয়ানডের অধিনায়ক, ‘আমি থাকি আর না থাকি, বাংলাদেশ ক্রিকেট দল যেখানেই থাকুক আমার শুভকামনা তাদের সঙ্গেই থাকবে।’ নিদহাস কাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে দল যখন ব্যস্ত, মাশরাফি ব্যস্ত প্রিমিয়ার লিগ আর নিজের ফিটনেস নিয়ে। মাশরাফির অবসরের পর এখনো কোন টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি বাংলাদেশ। এবার বড় টুর্নামেন্ট নেই সাকিব আল হাসানও। হারের গেরো থেকে বেরুতে কি করতে হবে বাংলাদেশকে? সহজ উত্তর, ‘আমি আপনি সবাই জানি কি করতে হবে। আল্টিমেটলি ম্যাচ জিততে হবে। এর বিকল্প তো নাই।’ বাংলাদেশের সফলতম অধিনায়ক পরেই বললেন আসল কথা, ‘সত্যি কথা বলতে কি আপনি যদি দলের উপর চাপ দেন, এই দল ভালো খেলবে না। বিশেষ করে এখানেই ফাইনাল ম্যাচ একটা ব্যাপার আছে। চাপ আছে। শুধু ক্রিকেট না যেকোনো খেলায় যদি প্রত্যাশার মাত্রা কমিয়ে নিয়ে আসেন তাহলে দল বুস্ট আপ হয়।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মাশরাফি

১৫ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ