Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাছরাঙ্গা, নাগরিক ও বিটিভিতে রাশিয়া বিশ্বকাপ

আর মাত্র ১০০ দিন

| প্রকাশের সময় : ৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : রাশিয়া বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র ১০০ দিন। এরই মধ্যে বিশ্বব্যাপী শুরু হয়ে গেছে ফুটবল উন্মাদনা। আগামী ১৪ জুন রাশিয়ায় মাঠে গড়াবে দুঁনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবল আসর। এই আসরে লাল-সবুজরা অংশ না নিলেও বাংলাদেশের কোটি কোটি ফুটবল পাগল মানুষ বুঁদ হয়ে জমজমাট লড়াই দেখতে। ‘দ্য গ্রেটেস্ট ফুটবল শো অন আর্থ’ খ্যাত এই মেগা ইভেন্ট দেখতে বাংলাদেশ ২৯০টি টিকিট পেয়েছে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মাধ্যমে দর্শকরা এই টিকিট কিনে রাশিয়া গিয়ে স্টেডিয়ামে বসে সরাসরি বিশ্বকাপের খেলা দেখার সুযোগ পাবেন। স্টেডিয়ামে বসে সরাসরি খেলা দেখার দর্শক সংখ্যা তিন’শর কাছাকাছি হলেও বাংলাদেশের কোটি কোটি মানুষের ভরসা টেলিভিশন। আর এই টেভিশনে খেলা দেখেই তারা উন্মাদনা ছড়াবেন সারাদেশ ব্যাপী। বাংলাদেশের বিশ্বকাপ ভক্তদের এ সুযোগ করে দিচ্ছে মাছরাঙ্গা, নাগরিক ও বিটিভি। এই তিন টিভি চ্যানেল বাংলাদেশে রাশিয়া বিশ্বকাপ সরাসরি স¤প্রচার করার মিডিয়া রাইট পেয়েছে। গতকাল বিকালে প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বল রুমে জমকালো এক অনুষ্ঠানের মাধ্যমে এই মিডিয়া রাইট ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। এসময় আরও উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার, ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস এমপি, বাংলাদেশ আওয়ামীলীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশীদ, বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক লোকমান হোসেন ভুইয়া ও অনুষ্ঠানের আয়োজক মিডিয়াকম লিমিটেডের চেয়ারম্যান ও মাছরাঙ্গা কমিউনিকেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী পিন্টু।
অনুষ্ঠানের শুরুতেই ছোট্ট শিশুরা বিশ্বকাপে অংশ নেয়া ৩২ ও বাংলাদেশসহ ৩৩ দেশের জাতীয় পতাকা হাতে ডিসপ্লেতে অংশ নেয়। এ সময় বাজতে থাকে রাশিয়া বিশ্বকাপের থিম সং। নানা রঙের আলোয় বর্ণিল হয়ে উঠে অনুষ্ঠানমঞ্চ।
বিশ্বকাপের ৬৪ ম্যাচের মধ্যে মাছরাঙ্গা, নাগরিক ও বিটিভি সরাসরি স¤প্রচার করবে উদ্বোধনী, সেমিফাইনাল ও ফাইনালসহ ৫৬ টি ম্যাচ। গ্রæপ পর্বের ৮টি ধারণকৃত ম্যাচ পরে দেখাবে এই তিনি টিভি। একইসঙ্গে হওয়ার কারণে ওই আট ম্যাচ সরাসরি দেখানো সম্ভব হবে না।
বিশ্বকাপের ম্যাচ দেখানোর রাইট কিনেছে জিরকন, কে-স্পোর্টস, মিডিয়াকম ও যাদু মিডিয়া লিমিটেড। এ চার প্রতিষ্ঠান মাছরাঙ্গা ও নাগরিক টিভিকে খেলা স¤প্রচারের জন্য বেছে নিয়েছে। সরকারি প্রতিষ্ঠান হিসেবে তাদের সঙ্গে থাকছে বিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বকাপ

২৩ ডিসেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ