প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
১৩টি বিভাগে অস্কার মনোনয়ন পেয়ে সেরা চলচ্চিত্র আর শ্রেষ্ঠ পরিচালক বিভাগে ৯০তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে চারটি অস্কার পেয়েছে ‘দ্য শেইপ অফ ওয়াটার’। এক মানবসদৃশ প্রাণীর সঙ্গে এক বাক প্রতিবন্ধী নারীর প্রেমের ফ্যান্টাসি কাহিনী এটি। আটটি মনোনয়ন পেয়ে ‘ডানকার্ক’ জয়ী হয়েছে তিন বিভাগে।
উপস্থাপক জিমি কিমেল গত বছর সেরা চলচ্চিত্র ঘোষণার বিপত্তির কথা উলেখ করে এবারও সেরা চলচ্চিত্রের ঘোষণার দায়িত্ব দেন ‘বনি অ্যান্ড ক্লাইড’ (১৯৬৭) জুটি ওয়ারেন বিটি আর ফে ডানাওয়েকে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন এক সংকটময় সময়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিলের আচরণ ও শারীরিক আকার নিখুঁতভাবে পর্দায় ফুটিয়ে তুলে প্রথমবারের মত অস্কার জয় করলেন গ্যারি ওল্ডম্যান; এটি ছিল তার দ্বিতীয় মনোনয়ন।
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’ চলচ্চিত্রে ধর্ষণের পর খুন হওয়া এক তরুণীর প্রতিবাদী মা মিলড্রেডের ভূমিকায় অভিনয় করে শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেছেন ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড।
‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’তে ডিক্সন নামে এক বর্ণবিদ্বেষী ডেপুটি শেরিফের ভূমিকায় অভিনয়ের জন্য স্যাম রকওয়েল শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা বিভাগে সন্ধ্যার প্রথম অস্কারটি হাতে তুলে নেন। পরে ‘আই, টনিয়া’ চলচ্চিত্রে ফিগার স্কেটার টনিয়া হার্ডিংয়ের নির্যাতনকারী মা লাভনার ভূমিকায় অভিনয়ের জন্য পার্শ্ব অভিনেত্রী বিভাগে অস্কার জয় করেন অ্যালিসন জ্যানি।
হলিউডের সুপরিসর ডলবি থিয়েটারে আজ (সোমবার) বাংলাদেশ সময় সকাল ৭টা (যুক্তরাষ্ট্রে রবিবার প্যাসিফিক মান সময় বিকাল ৫টা, ৪ মার্চ) থেকে শুরু হয় অস্কার নামে সমধিক পরিচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস। মার্কিন এবিসি টিভি নেটওয়ার্কের শেষ রাতের টক শো ‘জিমি কিমেল লাইভ’-এর উপস্থাপক এবং কৌতুক অভিনেতা জিমি কিমেল এবারের অ্যাকাডেমি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে প্রধান উপস্থাপকের দায়িত্ব পালন করছেন। এটি তার দ্বিতীয় অস্কার উপস্থাপনা।
এবিসি নেটওয়ার্ক ৯০ অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠানটি সরাসরি সমপ্রচার করেছে। উপমহাদেশের দর্শকদের জন্য স্টার মুভিজ অনুষ্ঠানটির সরাসরি দেখিয়েছে।
সেরা চলচ্চিত্র : ‘দ্য শেইপ অফ ওয়াটার’।
শ্রেষ্ঠ পরিচালক : গিয়ের্মো দেল তোরো (‘দ্য শেইপ অফ ওয়াটার’)।
শ্রেষ্ঠ অভিনেতা : গ্যারি ওল্ডম্যান (‘ডার্কেস্ট আওয়ার’)।
শ্রেষ্ঠ অভিনেত্রী : ফ্রান্সেস ম্যাকডরম্যান্ড (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতা : স্যাম রকওয়েল (‘থ্রি বিলবোর্ডস আউটসাইড এবিং, মিযোরি’)।
শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী : অ্যালিসন জ্যানি (‘আই, টনিয়া’)।
চিত্রনাট্য (সংগৃহীত) : ‘কল মি বাই ইয়োর নেইম’ (জেমস আইভরি, আন্দ্রে আসিমানের উপন্যাস অবলম্বনে)।
চিত্রনাট্য (মৌলিক) : ‘গেট আউট’ (জর্ডান পিল)।
সেরা পূর্ণদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘কোকো’।
সিনেমাটোগ্রাফি : ‘ব্লেড রানার টু থাউজ্যান্ড ফর্টিনাইন’ (রজার এ. ডিকিন্স)।
কস্টিউম ডিজাইন : মার্ক ব্রিজেস (‘ফ্যান্টম থ্রেড’)।
পূর্ণদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘ইকারাস’ (ব্রায়ান ফগেল এবং ড্যান কগ্যান)।
স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্য চলচ্চিত্র : ‘হেভেন ইজ আ ট্রাফিক জ্যাম অন দ্য ফোর ও ফাইভ’ (ফ্র্যাঙ্ক স্টিফেল)।
চলচ্চিত্র সম্পাদনা : ‘ডানকার্ক’ (লি স্মিথ)।
সেরা চলচ্চিত্র (বিদেশী ভাষা) : ‘আ ফ্যান্টাস্টিক উওম্যান’ (স্পেনিশ, চিলি, পরিচালক- সেবাস্টিয়ান লেলিও)।
মেকআপ ও হেয়ারস্টাইলিং : কাযুহিরো ত্সুজি, ডেভিড ম্যালিনোস্কি এবং লুসি সিবিক (‘ডার্কেস্ট আওয়ার’)।
সেরা মৌলিক যন্ত্রসঙ্গীত : ‘দ্য শেইপ অফ ওয়াটার’ (আলেকজান্দর দেপ্লা )।
সেরা মৌলিক কণ্ঠসঙ্গীত : ‘রিমেম্বার মি’ (চলচ্চিত্র- ‘ কোকো’; সুর ও কথা- ক্রিস্টেন অ্যান্ডারসন লোপেস এবং রবার্ট লোপেস)
শিল্প নির্দেশনা : ‘দ্য শেইপ অফ ওয়াটার’ (পল ডেনহ্যাম অস্টারবেরি, শেইন ভিউ এবং জেফ মেলভিন)।
স্বল্পদৈর্ঘ্য এনিমেটেড চলচ্চিত্র : ‘ডিয়ার বাস্কেটবল’।
স্বল্পদৈর্ঘ্য লাইভ অ্যাকশন চলচ্চিত্র : ‘দ্য সাইলেন্ট চাইল্ড’ (ক্রিস ওয়বারটন এবং রেচেল শেন্টন)।
সাউন্ড সম্পাদনা : রিচার্ড কিং এবং অ্যালেক্স গিবসন (‘ডানকার্ক’)।
সাউন্ড মিক্সিং : মার্ক ওয়াইনবার্গ, গ্রেগ ল্যান্ডাকার এবং গ্যারি এ. রিৎসো (‘ডানকার্ক’)।
ভিজুয়াল ইফেক্ট্স : ‘ব্লেড রানার টু থাউজ্যান্ড ফর্টিনাইন’ (জন নেলসন, গার্ড নেফজার, পল ল্যাম্বার্ট এবং রিচার্ড আর. হুভার)।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।