Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছাতকে চুরির প্রতিবাদ করায় সন্ত্রাসী হামলায় আহত ৫

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ছাতক (সুনামগঞ্জ) উপজেলা সংবাদদাতা : ছাতকে চুরির ঘটনার প্রতিবাদ করতে গিয়ে সন্ত্রাসী হামলায় মহিলাসহ ৫জন আহত হয়েছে। উপজেলার কালারুকা ইউপির ছিক্কা গ্রামে এঘটনা ঘটে। এব্যাপারে পারভিন বেগম বাদি হয়ে ১১জনের নামে থানায় মামলা দায়ের করা হয়েছে। গত রোববার বাদশা মিয়ার স্ত্রী পারভিন বেগম জানান, গত ২৮মার্চ একই গ্রামের সূরুজ মিয়া ও ফিরোজ মিয়ার নেতৃত্বে ১৫/১৬জন লোক ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তার স্বামির বাড়ি ঘেরাও করে তাকে মারপিট করে লুঠপাট করে মালামাল নিয়ে উল্লাস করে পালিয়ে যায়। এতে বাদশা মিয়া (৪৬), শরিফ উদ্দিন (২০) পারভিন বেগম (৪০)সহ ৫জন আহত হন। এদের মধ্যে বাদশা মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার সময় বসত ঘরে হামলা, ভাংচুর ও শোকেসে থাকা নগদ একলাখ ২০হাজার টাকাসহ পারভিন বেগমকে অস্ত্রর মূখে জিম্মি করে তার গলার চেইন ছিনিয়ে নেয়। এব্যাপারে থানায় সূরুজ আলীসহ ১১জনের নামে মামলা রেকর্ড করা হয়েছে। এব্যাপারে মামলাটি রেকর্ড করার সত্যত স্বীকার করেন থানার অফিসার্স ইনচার্জ (ওসি) আতিকুর রহমান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ