বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
চৌগাছা (যশোর) উপজেলা সংবাদদাতা: যশোরের চৌগাছায় মোঃ আব্দুল্লাহ (১২) নামে এক মাদরাসা ছাত্র চারদিন ধরে নিখোঁজ রয়েছে। সে চৌগাছা শহরের ব্র্যাকপাড়া এলাকার রিয়াজুল জান্নাহ হাফেজি মাদরাসার ছাত্র এবং ঝিনাইদহ জেলার কোটচাঁদপুর উপজেলার বলাবাড়িয়া গ্রামের সরোয়ার হোসেনের ছেলে। এ ব্যাপারে আব্দুল্লাহর পিতা চৌগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। যার নম্বর ১০৩, তারিখ ০৩.০৩.২০১৮ ইং।
নিখোঁজের পিতা সরোয়ার হোসেন বলেন গত ২৭ ফেব্রæয়ারি আমি নিজে মাদরাসায় গিয়ে তার সাথে দেখা করি। সেসময় মাদরাসার হুজুর আব্দুল ওয়াদুদের সাথে কথা বলে ছেলের ছুটির ব্যবস্থা করি। পরে ২৮ ফেব্রæয়ারি দুপুর একটার দিকে সে বাড়ি যাওয়ার কথা বলে মাদরাসা থেকে ছুটি নিয়েও বাড়িতে ফেরেনি। সম্ভাব্য সকল স্থানে খুজাঁখুজি করেও তাকে না পেয়ে থানায় জিডি করেছি।
এদিকে সন্তানকে না পেয়ে পরিবারের সকলে শোকাহত হয়ে পড়েছে। ছেলেটির গায়ের রং ফর্সা, মাথার চুল কালো, মুখমন্ডল গোলাকার, লম্বা প্রায় ৪ ফুট, হারিয়ে যাওয়ার সময় তার পরনে ছিল সাদা রংয়ের পায়জামা-পাজ্ঞাবী। চৌগাছা থানার ওসি খন্দকার শামীম উদ্দিন জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।