বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফেনী জেলা সংবাদদাতা : মাজারের নামে সন্ত্রাস ও জঙ্গি কর্মকান্ড সহ্য করা হবে না। দেশের মাজারগুলোতে তল্লাশি চালান। এদেশের অনেক মাজারে অস্ত্রের গুদাম রয়েছে বলে মন্তব্য করেন হেফাজতের মহাসচিব জুনায়েদ বাবুনগরী। গত শুক্রবার রাতে ফেনীর মিজান ময়দানে জেলা হেফাজতের উদ্যোগে আয়োজিত শানে রিসালাত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দানকালে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, মানুষ রচিত সংবিধান অনুযায়ী মানবতার শান্তি ও কল্যাণ আসতে পারেনা। মানবতার কল্যাণ ও শান্তি আসতে হলে খোদায়ী সংবিধান লাগবে। খোদায়ী সংবিধান হচ্ছে কোরআন ও হাদিছ। ইসলাম মানবতার ধর্ম। যারা ইসলামকে ধ্বংস করতে চায় তারা ইসলামের শত্রæ। প্রিয় নবীর রক্ত মাখা ইসলামের উপর যদি আঘাত হানা হয় তবে তা রক্ষা করার জন্য সকল মুসলমান ঐক্যবদ্ধ হয়ে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে। তিনি বলেন কিছুদিন আগে সিলেটের জয়ন্তপুর জাফলংয়ে একটি কওমী মাদরাসায় দ্বীনি মাহফিল চলাকালে সেখানে কিছু মোশরেক বেদয়াতি মাজার পূজারী হামলা করে দু’জন নিরীহ ছাত্রকে হত্যা করে এবং তখন ৫০ জনের মতো আলেম ওলামা আহত হয়েছিল। আমরা এ হামলার নিন্দা ও প্রতিবাদ করেছিলাম। এদের যদি দৃষ্টান্ত মূলক শাস্তি না হয় বাংলার মাটিতে একটা মাজারও থাকতে দেওয়া হবে না। তিনি সরকার ও প্রশাসনের কাছে দাবি জানান, আপনারা মাজারে তল্লাশী চালান, অনেক মাজারকে অস্ত্রের গুদাম বানানো হয়েছে। মাজারের নামে সন্ত্রাস সহ্য করা হবে না, মাজার পুজারীরা সন্ত্রাসী, জঙ্গি। দেশে এরা বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দিনব্যাপি সম্মেলনে আমন্ত্রিত অতিথি ছিলেন, ভারতের দেওবন্দ মাদরাসা থেকে আগত সৈয়দ আজহার মাদানী, হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাও. আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা মহানগরীর সহ- অর্থসম্পাদক মাও. এনামুল হক মূসা, প্রচার সম্পাদক মুফতি ফখরুল ইসলাম, বিশিষ্ট মুবাল্লিগ মাও.মাহমুদ গুনবী। জেলা হেফাজতের সভাপতি মাও. আবুল কাসেমের সভাপতিত্বে, হেফাজতের সহ-সাধারণ সম্পাদক মুফতি ইলিয়াস বিন নাজেম ও সাংগঠনিক সম্পাদক মাও. ওমর ফারুকের পরিচালনায় আরো বক্তব্য রাখেন জেলা হেফাজতের সহ-সভাপতি মাও.সাইফ উদ্দিন কাসেমী, সাধারণ সম্পাদক মুুফতি রহিম উল্ল্যাহ কাসেমী, সহ-সাধারণ সম্পাদক মাও.জাফর আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মাও. আবুল খায়ের মাসুম,মাও.জসিম উদ্দিন। হেফাজতের উপদেষ্টা মুফতি সাঈদ আহমদ পীর সাহেব লালপোল, মুফতি শহীদ উল্ল্যাহ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।