পবিত্র লাইলাতুল বরাত
আজ দিবাগত রাত পবিত্র লাইলাতুল বরাত। পরম করুণাময় আল্লাহতায়ালা তার বান্দাদের গুনাহ মাফ, বিপদমুক্তি ও
গণপরিবহনে অনিয়ম দূর করুন
আমাদের দেশের মানুষের যাতায়াতের বড় মাধ্যম হলো বিভিন্ন গণপরিবহন। এসব পরিবহনের মধ্যে বাস, সিএনজি, অটোরিকশা অন্যতম। পরিতাপের বিষয়, গণপরিবহনে প্রায়ই ভাড়া নিয়ে চলে নৈরাজ্য ও অনিয়ম। যা কখনোই মেনে নেওয়া যায় না। যদিও যোগাযোগ মন্ত্রণালয় থেকে বলা হয়, কোনো অনিয়ম চলে না। কিন্তু বাস্তবে তার উল্টো চিত্র লক্ষ্য করা যায়। তাছাড়া অবৈধ ও ফিটনেসবিহীন গাড়ি এবং ফুটপাতের অবৈধ দখল যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। তাই যোগাযোগ ব্যবস্থায় সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য সংশিল্গষ্ট ঊর্ধ্বতন মহলের
সুদৃষ্টি কামনা করছি।
মো. মানিক উল্লাহ
মাজগ্রাম, এনায়েতপুর, সিরাজগঞ্জ
ইন্টারনেট চার্জ কমানো হোক
২০০৮ থেকে ২০১৫ সাল পর্যন্ত বর্তমান সরকারের সময়ে আটবার ব্যান্ডউইথ ইন্টারনেট চার্জ কমানো হয়েছে। সে তুলনায় কমানো হয়নি ইন্টারনেট বিলের মূল্য। প্রতিবার ব্যান্ডউইথের দাম কমে আমরা আশায় বুক বাঁধি এবার হয়তো গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ কমবে। প্রতিবারই আমাদের আশাহত হতে হয়েছে। ইন্টারনেট খরচ কমাতে সরকার আন্তরিক, এতে কোনো সন্দেহ নেই। ইন্টারনেট খরচ কমাতেই সরকার দফায় দফায় ব্যান্ডউইথের দাম কমিয়েছে। সরকার ব্যান্ডউইথের দাম কমালে মোবাইল অপারেটর কোম্পানিগুলোও ইন্টারনেট বিলের মূল্য কমাতে বাধ্য। কিন্তু কোনো এক রহস্যজনক কারণে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ তেমন কমেনি। ব্যান্ডউইথের দাম কমলেও গ্রাহক পর্যায়ে ইন্টারনেট খরচ কেন কমছে না তার কারণ খুঁজে বের করা দরকার।
এস এম রওনক রহমান আনন্দ
এয়ারপোর্ট রোড, ঈশ্বরদী
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।