Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দীর্ঘদিন পর জুটি হয়ে অভিনয় করলেন আফজাল ও সুবর্ণা মুস্তাফা

| প্রকাশের সময় : ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অভি মঈনুদ্দীন: বাংলাদেশের টেলিভিশন নাটকের ইতিহাসে সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটি হিসেবে পরিচিত আফজাল হোসেন ও সুবর্ণা মুস্তাফা। সত্তুর দশক থেকে এ জুটি দর্শকদের মাতিয়ে রাখেন। অনেকের মানসপটে প্রেমিক-প্রেমিকা হিসেবে ঠাঁই পান। সময়ের আবর্তে তাদের যেমন বয়স বেড়েছে তেমনি কাজের পরিমাণও কমেছে। তবে এখনো তারা যদি কোনো নাটকে জুটি হয়ে অভিনয় করেন দর্শক মনে পুলক জেগে উঠে। তারা নস্টালজিক হয়ে উঠেন। তাদের স্মৃতিতে ভেসে উঠে এক অনির্বচনীয় রোমান্টিক জুটি। আফজাল ও সুবর্ণাকে নিয়ে এ সময়ে খুব কমই নাটক নির্মিত হয়। বিশেষ করে তাদের উপযোগী গল্প না পাওয়ার কারণেই এমনটি হচ্ছে। তবে মাঝে মাঝে বিশেষ কোনো দিনে তাদের নাটক দেখার সুযোগ দর্শকদের হয়। এ জুটিকে নিয়ে নতুন একটি টেলিফিল্ম নির্মিত হয়েছে। সুবর্ণার স্বামী বদরুল আনাম সৌদ রচিত ও পরিচালিত ‘অক্ষর থেকে উঠে আসা মানুষ’ নামে একটি টেলিফিল্মে সম্প্রতি তারা জুটি হয়ে অভিনয় করেছেন। গত ২৬ ও ২৭ ফেব্রুয়ারি রাজধানীর উত্তরায় নাটকটির শূটিং সম্পন্ন হয়েছে। আফজাল হোসেন বলেন, ‘এটা অনেক ভালো লাগার বিষয় যে নাটক প্রসঙ্গে আলোচনা উঠলে আমাদের দু’জনের নাম সবসময়ই একসঙ্গে উচ্চারিত হয়। অভিনয় জীবনের এটা অনেক বড় প্রাপ্তি। অবশ্যই অনেক সম্মানেরও বিষয়। দর্শকের কাছে জুটি হিসেবে আমাদের এই সম্মান ধরে রাখার দায়িত্ব আমাদের দু’জনেরই। আমরা দু’জনই প্রতিনিয়ত অনেক নাটকে কাজ করার প্রস্তাব পাই। তবে আমাদের প্রতি দর্শকের যে কৌতুহল বা আগ্রহ তা ধরে রাখার জন্য নাটকের গল্প ও চরিত্র দেখে খুব বেছে বেছে কাজ করি। সৌদ’র লেখা গল্প সবসময়ই আমার ভালো লাগে। অক্ষর থেকে উঠে আসা মানুষ’র গল্পটা ভিন্ন ধরনের বলেই এতে আমরা দুজন অভিনয় করেছি।’ সুবর্ণা মুস্তাফা বলেন, ‘আফজালের সঙ্গে আমার সখ্য দীর্ঘদিনের। বলা যায়, আমরা একসঙ্গে বড় হয়েছি, একই থিয়েটারের হয়ে মঞ্চে অভিনয় করেছি। সুতরাং তার সঙ্গে যে কোনো নাটকে কাজ করতে গেলে স্বাচ্ছন্দ্য বোধ করি। কাজের ক্ষেত্রে আফজাল আমার কাছে এক বিশ্বাসের নাম, ভরসারও স্থান। অনেক সময় আমাদের মতভেদে ভিন্নতাও দেখা দেয়, ঝগড়াও করি। কিন্তু কাজের সময় তা ভুলে গিয়ে কাজটিই সর্বোচ্চ মনোযোগ দিয়ে করি। আফজাল অনেক কাজ নিয়ে ব্যস্ত থাকে। মনোযোগ দিয়ে অভিনয় করতে পারবেনা বলে অভিনয়ে নিয়মিত নয়। তবে যখন অভিনয় করে তখন পুরো মনোযোগ দিয়েই করে। সৌদ’র লেখা গল্পটি খুবই চমৎকার। এ ধরনের গল্পের কারণেই আমরা একসঙ্গে কাজ করলাম।’ বদরুল আনাম সৌদ জানান, সুবর্ণা মুস্তাফা এই নাটকে একজন লেখিকা। আর আফজাল ভাই তারই লেখা একটি চরিত্র। লেখিকার ধারনা ছিল তিনি যেভাবে ভাববেন সেভাবেই আফজাল হোসেনের চরিত্রটি ফুটে উঠবে। কিন্তু না তেমনটি হয়নি। একটি সময় এসে লেখিকার সঙ্গে তারই সৃষ্ট সেই চরিত্রের এক আবেগের সম্পর্ক তৈরী হয়। এ এক অন্যরকম সম্পর্কের গল্প।’ শিঘ্রই নাটকটি চ্যানেল আইতে প্রচার হবে। উল্লেখ্য, ১৯৭৫ সালে বিটিভিতে প্রচারিত রবীন্দ্রনাথের ‘সুভা’ নাটকে আফজাল সুবর্ণা প্রথম অভিনয় করেছিলেন আব্দুল্লাহ আল মামুনের প্রযোজনায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ