Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চবিতে হামলা ভাঙচুর অপহরণ ঘটনায় ৮ শিক্ষার্থী বহিষ্কার

| প্রকাশের সময় : ২৭ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চবি সংবাদদাতা : সাংবাদিকদের উপর ও প্রক্টর অফিসে হামলা, গাড়ি ভাঙচুর, এক শিক্ষার্থীকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ৮ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বহিস্কার করা হয়েছে। গতকাল (সোমবার) বিকেলে এ বিষয়টি নিশ্চিত করেন প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী। জানা যায়, গত ২০ ফেব্রæয়ারি চবি ছাত্রলীগের একাংশের ডাকা অবরোধ চলাকালে সাংবাদিকের উপর হামলা ও দুইটি বেসরকারি টেলিভিশনের গাড়ি ভাঙচুর এবং প্রক্টর অফিসে হামলার নির্দেশদাতা হিসেবে লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ শিক্ষাবর্ষের সাইফুল ইসলাম সাঈদ এবং ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকায় আধুনিক ভাষা বিজ্ঞানের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের কনক সাহা জয়, নাট্যকলা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মোঃ মাহফুজুল হাসান লোটাস এবং একই শিক্ষাবর্ষের অর্থনীতি বিভাগের লোকমান হোসেনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়। অপরদিকে গত ২২ ফেব্রæয়ারি প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিভাগের মোঃ সাজিদ খানকে জিম্মি করে টাকা আদায়ের অভিযোগে ৪ শিক্ষার্থীকে দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করা হয়েছে। বহিস্কৃতরা হলেন, উদ্ভিদ বিদ্যা বিভাগের ২০১৪-১৫ শিক্ষা বর্ষের ইয়াসিন আরাফাত, আধুনিক ভাষা বিজ্ঞানের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের মোঃ শফিকুল ইসলাম, একই বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের ইফতেখার উদ্দিন রিয়াজ এবং ব্যবস্থপনা বিভাগের ২০১৪-১৫ শিক্ষাবর্ষের সাব্বির হোসেন। এছাড়া জিম্মির শিকার সাজিদ বাদী হয়ে এই ৪ জনসহ আরও একজনকে অভিযুক্ত করে হাটহাজারী থানায় একটি অপহরণ মামলা করেছে বলে জানা গেছে। এছাড়া এখন থেকে বিশ্ববিদ্যালয়ের যে কোন আবাসিক হলে কর্তৃপক্ষের বিনা অনুমতিতে যারা থাকবে তাদের বিরুদ্ধে আইন শৃঙ্খলা বাহিনী যথাযথ ব্যবস্থা নেবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হামলা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ