Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাদুকরী মেসি, হ্যাটট্রিক হিরো সুয়ারেজ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফুটবলে নতুন কিছু মানেই লিওনেল মেসি। ভক্তদের বিষ্ময়ের পর বিষ্ময় উপহার দেয়াই যার কাজ। পরশু লা লিগায় আবারো মেসির জাদুকরী একটি ম্যাচের সাক্ষি হয়েছে ফুটবল রোমান্টিকরা। তিনজন ডিফেন্ডারকে বোকা বানিয়ে গোল কিংবা, মানব প্রচীরের নীচ দিয়ে বদ্ধিদীপ্ত ফ্রি-কিকে গোল তো কেবল তার ক্ষেত্রেই দেখা যায়।
আর্জেন্টাইন তারকার এই জাদুশৈলী প্রদর্শিত হয়েছে ন্যু ক্যাম্পে ম্যাচের প্রথমার্ধে। এসময় শুধু দুটি গোলই করেননি, লুইস সুয়ারেজকে দিয়েও করান দুটি। বার্সেলোনাও জিরোনাকে বিধ্বস্ত করে ৬-১ গোলে। দ্বিতীয়ার্ধে ওউসমান দেম্বেলের দারুণ ক্রস থেকে আরো এক গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন সুয়ারেজ। তার আগে সুয়ারেজের বাড়িয়ে দেয়া বলে লা লিগায় প্রথম গোলের সাক্ষি হন ব্রাজিলিয়ান তারকা ফিলিপ কুতিনহো।
এমন জাদুকরী ম্যাচ দিয়েই টানা ৩২ ম্যাচ অপরাজিত থাকার ক্লাব রেকর্ড গড়েছে বার্সা। গেল মৌসুমে লুইস এনরিকের অধীনে শেষ ৭ ম্যাচ এবং চলতি মৌসুমে আর্নেন্তো ভালভার্দের অধীনে এবারের ২৫ ম্যাচে হারেনি কাতালান জায়ান্টরা। লা লিগায় টানা ৩৬ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডটি অবশ্য রিয়াল সোসিয়াদাদের দখলে। ১৯৭৯-৮০ মৌসুমে এই রেকর্ড গড়েছিল দলটি। তবে ইউরোপের শীর্ষ লিগে একমাত্র বার্সেলোনাই এখনো অপরাজিত দল। পুরো লা লিগা মৌসুম না হারলে ১৯৩০ সালের সেই পুরোনো রেকর্ড স্পর্শ করবে বার্সা। তখন অবশ্য লিগ ছিল ১৮ ম্যাচের।
স্পেনের শীর্ষ লিগে প্রথমবারের মত উঠে আসা দলটি এই প্রথম ন্যু ক্যাম্পে খেলতে নামে। নেমেই বুঝেছে ৯৯ হাজার ধারণক্ষম স্টেডিয়ামটির উত্তাপ। শুরু থেকেই মেসি-সুয়ারেজ-রাকিটিচদের আক্রমণে কোনঠাসা হয়ে পড়ে জিরোনা। তবে কাতালান দর্শকদের স্তব্ধ করে ম্যাচ শুরু না হতেই (৩য় মিনিটে) জিরোনা গোল করে বসে। ব্যাপারটা তাদের কাছেও অবিশ্বাস্যই ঠেকছিল। ফরাসি ডিফেন্ডার স্যামুয়েল উমতিতির ভুলে পাল্টা আক্রমণ থেকে সফরকারীদের এগিয়ে নেন পর্তু মানজানেরা। এর জবাব দিতে মাত্র দুই মিনিট সময় নেন মেসি-সুয়ারেজ। বাকি সময়ে যে ধারা অব্যহত থেকে যায়।
এমন দিনে দুটি রেকর্ডের সাক্ষি হয়েছেন লিওনেল মেসি। স্পেনের শীর্ষ লিগে সবচেয়ে বেশি ৩৬টি ভিন্ন দলের বিপক্ষে গোল করলেন ৩০ বছর বয়সী। একই দিনে লা লিগায় গোল সহায়তায় সাবেক রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার মিচেলের রেকর্ড টপকে যান মেসি। চলতি মৌসুমে ১৩টি সহ তার মোট অ্যাসিস্ট সংখ্যা ১৪৮টি। এদিনের জোড়া গোলসহ লিগে তার মোট গোল এখন ২২টি। এই তালিকায় ২০ গোল নিয়ে তার পরেই আছেন তারই উরুগুয়ান সতীর্থ লুইস সুয়ারেজ।
আন্দ্রেস ইনিয়েস্তার পরিবর্তে এদিন একাদশে সুযোগ পান কুতিনহো। মাঠেও ছিলেন পুরোটা সময়। মেসিকে এত কাছ থেকে দেখতে পেয়ে মুগ্ধ কুতিনহো। গেল জানুয়ারীর দলবদলে লিভারপুল থেকে বার্সা শিবিরে যোগ দেয়া এই মিডফিল্ডার বলেন, ‘নিজের গোল দিয়ে সে (মেসি) সবাইকে বোকা বানিয়েছে। সে কতটা ভালো, তা অবিশ্বাস্য। তার সঙ্গে, সুয়ারেজের সঙ্গে প্রতি ম্যাচে আমাদের বোঝাপড়া আরো ভালো হচ্ছে। সে আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’ মেসির প্রসংশায় তিনি আরো বলেন, ‘সে সব সময় পার্থক্য গড়ে দেয়। আর এটাই তাকে বিশ্বের সেরা খেলোয়াড় এমনকি ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড় বানিয়েছে।’
লা লিগায় এর আগের ম্যাচে নিজেদের মাঠে আলাভেজকে ৪-০ গোলে উড়িয়ে দেয় রিয়াল মাদ্রিদ। দীর্ঘদিন পর এদিন একসঙ্গে মাঠে দেখা যায় ‘বিবিসি’ ত্রয়ীকে। গোলের দেখাও পেয়েছেন তিনজনই। ম্যাচের অন্তিম সময়ে পেনাল্টি পেয়ে হ্যাটট্রিকের সুযোগ আসে ক্রিশ্চিয়ানো রোনালদোর সামনে। কিন্তু পর্তুগিজ তারকা সুযোগ দেন তখনও গোল না পাওয়া করিম বেনজেমাকে। রোনালদোর ক্ষেত্রে যে দৃশ্য সত্যিই বিরল। বিরতির পরপরই স্কোরবোর্ডে নাম লিখিয়েছিলেন গ্যারেথ বেল।
পিএসজির মাঠে চ্যাম্পিয়ন্স লিগের পরীক্ষায় নামার আগে দলের আক্রমণ ত্রয়ী এমন ছন্দে ফেরায় খুশি কোচ জিনেদিন জিদান। হ্যাটট্রিকের সামনে দাঁড়িয়ে বেনজেমাকে পেনাল্টি নিতে দেয়ায় রোনালদোর প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন ফরাসি কোচ, ‘রোনালদোর দেহভঙ্গিতে আমি খুশি। এটা হলো দলীয় খেলা এবং খেলোয়াড়দের ভঙ্গিটাও ছিল অসাধারণ।’
দুই চিরপ্রতিদ্ব›দ্বী জয় পাওয়ায় তাদের ব্যবধানটাও রয়ে গেছে আগের মতই। ২৫ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সা। সমান ম্যাচে ১৪ পয়েন্ট পিছিয়ে তিন নম্বরে রিয়াল। গত রাতের ম্যাচে জিতে থাকলে বার্সার সঙ্গে ৭ পয়েন্ট ব্যবধান অব্যহত থাকবে দুইয়ে থাকা অ্যাটলেটিকোর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মেসি

৩ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ