Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংগ্রামী ব্যক্তিত্ব মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

মাওলানা মুজিবুর রহমান হামিদী: বাংলাদেশে ইসলামী আন্দোলনের পুরোধা, রাজপথের সাহসী সিপাহসালার, বাতিলের বিরুদ্ধে আপোষহীন মর্দে মুজাহিদ, বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক প্রধান আমীরে শরীয়ত এবং বর্ষীয়ান জননেতা মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ গত ২৩ শে ফেব্রæয়ারী ২০১৮ইং শুক্রবার সকাল ৭টা ২৫ মিনিটে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেকালের সময় তার বয়স হয়েছিলো ৭৬ বছর। তিনি ২ স্ত্রী, ৯ ছেলে ও ৮ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, ভক্ত-মুরীদ ও গুণ-গ্রাহী রেখে গেছেন। একই দিন বাদ আছর কামরাঙ্গীরচরস্থ জামিয়া নূরিয়া ইসলামিয়ার ময়দানে মরহুমের নামাজে জানাযার পর নিজ পিতা কুতুবে আলম হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর পাশে তাকে দাফন করা হয়। নামাজে জানাযায় ওলামায়ে কেরাম ও জাতীয় নেতৃবৃন্দসহ প্রায় লক্ষ মানুষের ঢল নেমেছিল। উল্লেখ্য, পরপর কয়েক বার ব্রেন স্ট্রোক এবং ডায়াবেটিকসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে ২০১৪ সালের মার্চ মাস থেকে গুরুতর অসুস্থ ছিলেন তিনি।
ইসলামী আন্দোলনের দুঃসাহসী সিপাহসালার মাওলানা আহমাদুল্লাহ আশরাফ সকল প্রকার জুলুম-নির্যাতন, অন্যায়-অবিচার, ইসলাম ও দেশ বিরোধী যে কোন তৎপরতার বিরুদ্ধে সর্বদা প্রথম বলিষ্ঠ প্রতিবাদী কণ্ঠ ছিলেন। মুসলমানদের ঈমান-আক্বীদা রক্ষায় ভন্ড নবীর দাবিদার কাদিয়ানী, ভÐপীর দেওয়ানবাগী, এনজিও, নাস্তিক তসলিমা নাসরিন ও আহমদ শরীফসহ সকল মুরতাদ ও বাতিলদের বিরুদ্ধে সংগ্রামে সক্রিয় ছিলেন। অন্যায় ও অসত্যের বিরুদ্ধে সর্বাগ্রে হক কথা বলতে ভয় ও সংকোচ করতেন না তিনি। ইসলামী হুকুমত প্রতিষ্ঠা, দেশপ্রেম ও গণমানুষের অধিকার আদায়ে দীর্ঘ রাজনৈতিক জীবনের অধিকাংশ সময় তাঁর কেটেছে আন্দোলন-সংগ্রামে।
মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ঈমান-আক্বীদা সংরক্ষণ কমিটির সভাপতি, সমমনা ইসলামী দলসমূহ ও ইসলামী-সমমনা ১২ দলের সংগঠক, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান, হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র নায়েবে আমীরসহ বিভিন্ন ইস্যুভিত্তিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন।
ইসলাম বিরোধী তৎপরতা এবং শাসকদের অন্যায় কর্মকাÐের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে ২০১২ইং সালে ২২ সেপ্টেম্বর তিনি গ্রেফতার হন। ২৩ সেপ্টেম্বর মাওলানা আহমাদুল্লাহ আশরাফের মুক্তির দাবিতে সারা দেশে হরতাল পালিত হয়। সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে বার বার ইসলামের মর্যাদা রক্ষা এবং জনগণের ধর্মীয় ও রাজনৈতিক অধিকার আদায়ে রাজপথে দাঁড়িয়ে ভূমিকা রাখেন তিনি।
জন্ম ও বংশ পরিচয় : বিশ্ব বরেন্য আলেম ও বুজুর্গ রাজনৈতিক ও আধ্যাত্মিক রাহবার আমীরে শরীয়ত আল্লামা মুহাম্মাদুল্লাহ হাফেজ্জী হুজুর রহ. এর বড় সাহেবজাদা মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ১৯৪২ সালে রাজধানী ঢাকার লালবাগ কিল্লারমোড়স্থ বাসভবনে জন্মগ্রহণ করেন।
শিক্ষাজীবন : মাওলানা আহমাদুল্লাহ আশরাফ প্রথম সবক ও প্রাথমিক শিক্ষা পিতা হযরত হাফেজ্জী হুজুর রহ. এর কাছেই গ্রহণ করেন। পরে নিজ পিতা এবং আল্লামা শামসুল হক ফরিদপুরী রহ. এর তত্ত¡াবধানে বড়কাটারা, লালবাগ ও মোস্তফাগঞ্জ মাদরাসায় ইলমে দ্বীন শিক্ষা অর্জন করেন। অতঃপর ইলমে নববীর উচ্চতর শিক্ষা অর্জনে করাচীর জামিয়া ইসলামিয়া বিন নূর টাউন মাদরাসায় ভর্তি হন।
মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ছাত্র জামানা থেকেই বড় বড় ওলামায়ে কেরামের কাছে আসা-যাওয়া করতেন। হযরত হাফেজ্জী হুজুর রহ. এর সন্তান হিসেবে সবাই তাঁকে স্নেহের দৃষ্টিতে দেখতেন। যেই সকল যুগশ্রেষ্ঠ ওলামায়ে কেরামের সান্নিধ্য লাভে তিনি ধন্য হন তারা হলেন- বিশ্ববরেণ্য আলেম আল্লামা ইউসুফ বিন নূরী রহ., জমিয়তে উলামায়ে ইসলামের সভাপতি হাফিজুল হাদীস আল্লামা আব্দুল্লাহ দরখাস্তী রহ., বিশিষ্ট পার্লামেন্টারীয়ান আল্লামা মুফতি মাহমূদ রহ., মুফতি শফি রহ., মাওলানা জাফর আহমাদ উসমানী ও মুফতি সলীমুল্লাহ খান রহ. প্রমূখ। পাকিস্তানের বিশিষ্ট পার্লামেন্টারীয়ান জমিয়ত নেতা মুফতি মাহমুদ রহ. ঘনিষ্ট সহচর ছিলেন তিনি। সে সুবাদে ছাত্র জীবন থেকেই মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ইসলামী হুকুমত প্রতিষ্ঠার মহৎ লক্ষ্যে জমিয়তে ওলামায়ে ইসলামের সাথে কাজ করেন।
কর্ম জীবন : পাকিস্তান থেকে ঢাকায় ফেরার পর মাওলানা আহমাদুল্লাহ আশরাফ ১৯৬৩ সালে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে প্রধান মুয়াজ্জিন হিসেবে দায়িত্ব পালন করেন। মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ ঢাকার ঐতিহ্যবাহী জামিয়া নূরিয়া ইসলামিয়া, আমীনবাজার মদিনাতুল উলূম মাদরাসা ও ল²ীপুর লুধুয়া এশাআতুল উলূম মাদরাসার একই সাথে প্রিন্সিপালের দায়িত্ব পালন করেন। এ ছাড়াও দেশের অসংখ্য মাদরাসার মুরুব্বী ছিলেন তিনি।
সুমধুর আযান : মাওলানা ক্বারী শাহ আহমাদুল্লাহ আশরাফ সমধুর কণ্ঠে বহুবছর আযান দিয়েছেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে। তাঁর আযানে মানুষের অন্তরকে প্রকম্পিত করত। একবার তিনি মক্কা শরীফে মসজিদুল হারামে আযান দিয়েছিলেন। এ আযানে বিশ্ব পরিমÐলেও তাঁর সুখ্যাতি ছড়িয়ে গিয়েছিলো। আযানের যে ইলহান এখনও বাংলাদেশে বহুল প্রচলিত তা তাঁরই কণ্ঠনি:সৃত আযানের প্রতিধ্বনি।
খেলাফত আন্দোলনের আমীর নির্বাচিত : আল্লাহর জমীনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৮১ সালে হাফেজ্জী হুজুর রহ. রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলে তিনি ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেন। ১৯৮৭ সালের ৭ মে হযরত হাফে’্জী হুজুর ইন্তেকাল করার পর ৮ মে বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতা-কর্মীদের সভায় মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফকে দলের ভারপ্রাপ্ত আমীর এবং ৩ রা জুলাই ১৯৮৭ইং সালে সর্ব বৃহৎ মজলিসে শূরায় তিনি সর্বসম্মতিক্রমে বাংলাদেশ খেলাফত আন্দোলনের ‘আমীরে শরীয়ত’ নির্বাচিত হন। ঐ দিন থেকে গত ২৯ নভেম্বর ২০১৪ইং তারিখ পর্যন্ত দীর্ঘ ২৭ বছর অত্যন্ত বিচক্ষণতার সহিত খেলাফত আন্দোলনের আমীর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
১৯৭১ সালে পাক বাহিনীর জুলুম-নির্যাতন থেকে রেহাই পায়নি জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এলাাকাও। ক্ষুদ্র, অসহায় ব্যবসায়ীদের উপরে পাক বাহিনী যখন জুলুম-নির্যাতন করছিল, তখন মাওলানা আহমাদুল্লাহ আশরাফ বীরবিক্রমের মত তাদের সহযোগিতায় এগিয়ে আসেন এবং সরাসরি পাক বাহিনীকে প্রতিরোধ করেন। এক পর্যায়ে তারা মাওলানা আহমাদুল্লাহ আশরাফকে গ্রেপ্তার করে যাত্রাবাড়ী ক্যাম্পে নিয়ে যায়। তাকে হত্যার উদ্দেশ্যে বন্দুক তাক করে দাড় করানো হয়েছিল। আল্লাহ তা’আলার মেহেরবানীতে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ রক্ষা পান।
১৯৯০ সালে ভারতের বাবরী মসজিদে উগ্র হিন্দুদের হামলার প্রতিবাদে তিনিই এরশাদ সাহেবের জরুরী অবস্থা ভঙ্গ করে হাজার হাজার মানুষের বিশাল মিছিলের নেতৃত্ব দেন। ২০০১ সালের ফতোয়া বিরোধী হাই কোর্টের রায়ের বিরুদ্ধে এবং কুরআনবিরোধী নারী নীতিমালা’র বাতিলের দাবীতে ওলামায়ে কেরামকে নিয়ে তিনি ঐক্যবদ্ধ আন্দোলনে ঝাপিয়ে পড়েন।
২০০৭ইং সালের দিকে একটি জাতীয় দৈনিক পত্রিকা কর্তৃক মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যঙ্গ করে কার্টুন ছাপা’র প্রতিবাদে তৎকালীন সময়ে সর্বপ্রকার মিটিং-মিছিল নিষিদ্ধ থাকা সত্তে¡ও জীবন বাজি রেখে সকল প্রকার ভয়-ভীতি উপেক্ষা করে খেলাফত আন্দোলনের নেতা-কর্মীদের নিয়ে সর্বপ্রথম তিনিই বায়তুল মোকাররম উত্তরগেটে বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন এবং পরবর্তীতে এ আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়ে।
কুরআন বিরোধী শিক্ষানীতি বাস্তবায়নের গভীর ষড়যন্ত্রের বিরুদ্ধে তিনি জোরদার ভূমিকা রাখেন। নান্তিক-মুরতাদ-বøগার কর্তৃক কুরআন-সুন্নাহ ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটুক্তি করায়  খেলাফত আন্দোলনের ব্যনারে নান্তিকদের শান্তির দাবীতে তিনিই সর্বপ্রথম আন্দোলনের ডাক দেন। তাঁর আহŸানেই ২২ ফেব্রæয়ারী ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ মিছিল হয়। এ বিক্ষোভে বিভিন্ন স্থানে পুলিশের বাঁধার প্রতিবাদে তিনি ২৪ ফেব্রæয়ারী সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল আহŸান করেন। যা সারা দেশে নজীরবিহীন স্বত:স্ফূর্ত হরতাল পালিত হয়। এ হরতালে মানিকগঞ্জে ৫জনসহ সারাদেশে ১০ জন ধর্মপ্রাণ মানুষ পুলিশের গুলিতে শাহাদতবরণ করেন। পরবর্তীতে এ আন্দোলন ‘হেফাজতে ইসলামে’র নেতৃত্বে দেশের আনাচে-কানাচে ছড়িয়ে পড়লে হেফাজতের ব্যনারেও তিনি উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।
চরিত্র-মাধূর্য্য : মাওলানা আহমাদুল্লাহ আশরাফ শৈশবকাল থেকেই উত্তম চরিত্র, সদ্ব্যবহার, সহনশীলতা, সবর, উদারতার গুণের অধিকারী, মিশুক ও সদালাপী ছিলেন। সর্বদা হাস্যোজ্জ্বল চেহারায় সবশ্রেণীর মানুষের সাথে কথা-বার্তা বলতেন এবং ধৈর্যসহকারে নেতা-কর্মী, শিক্ষক-ছাত্র ও সাধারণ মানুষের কথা শুনতেন। মানুষকে কাছে টেনে নিতেন। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে সবাই তাকে সম্মান করতেন।
গরীব-দুঃখীর পাশে মাওলানা আহমাদুল্লাহ আশরাফ : এতীম, অসহায়, গরীব-দুঃখীর জন্য তিনি নিবেদিত প্রাণ এক অনন্য ব্যক্তিত্ব। রান্তা থেকে এতীম-গরীব, অসহায়দের কুড়িয়ে এনে অভিভাবকত্ব গ্রহণ করে তাদের শিক্ষা-দীক্ষার ব্যবস্থা করতেন। যাদের অনেকেই আজ কুরআনুল কারীমের হাফেজ, মাওলানা হয়ে দেশের বিভিন্ন প্রান্তে দ্বীনী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন।
মোদ্দাকথা : মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ রহ. এর কথা স্মরণ হলেই স্মৃতিতে ভেসে উঠে একটি আপোষহীন নির্লোভ, নিরহঙ্কার, মানবদরদী সংগ্রামী মানুষের প্রতিচ্ছবি। তিনি ছিলেন সাহসী রাজনীতিবিদ, সমাজ সংস্কারক, খাদেমী দ্বীন। হককে হক এবং বাতিলকে বাতিল বলতে যিনি ছিলেন সোচ্চার। আজীবন কোরআন-সুন্নাহ তথা হক্কানিয়্যাতের আওয়াজ বুলন্দ করাই ছিল যার নেশা ও পেশা। সকল ভয়ভীতি উপেক্ষা করে দ্বীনের জিম্মাদারী হিসেবে আমৃত্যু নায়েবে রাসূলের দায়িত্ব পালনে তিনি ছিলেন সদা তৎপর। ইসলামী রাজনীতির নেতৃত্বের জন্য সবধরনের গুণাবলিই ছিল তার মাঝে সমুপস্থিত। রাজনৈতিক প্রজ্ঞা ও প্রখর যুক্তির অধিকারী ছিলেন তিনি। নেতৃত্ব দিলেও প্রচলিত ধোকা-প্রতারণার রাজনীতিতে ভেসে যাননি। নীতি ও আদর্শের প্রশ্নে কোনো আপোষ করেন নি। ইসলামী আদর্শ ও শরীয়তের বিধানকে জলাঞ্জলি দেননি তিনি। তওবা ও জিকরুল্লাহর রাজনীতির প্রবতর্ক হযরত হাফেজ্জী হুজুর রহ.-এর চিন্তাধারা বাস্তবায়নে ওলামায়ে কেরাম ও ধর্মপ্রাণ মানুষকে ঐক্যবদ্ধ করার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন। তাঁর জীবনকর্ম ইসলাম, দেশ ও জাতির খেদমতে আত্মত্যাগ করার অনুপ্রেরনা জোগায়। আল্লাহ তাআলা তাঁর সকল দ্বীনী খেদমত কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম দান করুক। আমিন।
লেখক : শিক্ষক, রাজনীতিক ও প্রাবন্ধিক



 

Show all comments
  • ২৮ ফেব্রুয়ারি, ২০১৮, ৭:১৯ পিএম says : 0
    লেখাটা খুব মন পুত হল
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগ্রাম

১২ আগস্ট, ২০২২
১৪ অক্টোবর, ২০২১

আরও
আরও পড়ুন