Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জাতীয় পার্টি পথ হারিয়েছে প্রেসক্লাবে সংগ্রামী ছাত্র সমাজ ফোরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ ফেব্রুয়ারি, ২০২১, ১২:০০ এএম

এরশাদ মুক্তি আন্দোলন দিবস উপলক্ষে সংগ্রামী ছাত্র সমাজ ফোরামের ব্যানারে এক আলোচনা সভায় বক্তারা বলেছেন, রাজনীতির প্রতি মানুষের আস্থা নেই। এই রাজনীতির প্রতি আস্থা ফেরাতে হলে নব্বই দশকে যারা রাজনীতিতে সক্রিয় ছিলাম তাদের সবাইকে এগিয়ে আসতে হবে। তা নাহলে রাজনীতিতে ব্যবসায়ী শ্রেণির যে প্রভাব গড়ে উঠেছে, সেখান থেকে মুক্ত করা যাবে না। গতকাল জাতীয় প্রেসক্লাবে এই আলোচনা সভার আয়োজন করা হয়। অধ্যাপক ইকবাল হোসেন রাজুর সভাপতিত্বে আলোচনা বক্তারা বলেন, ৯ জানুয়ারি হুসেইন মুহাম্মদ এরশাদের কারামুক্তি দিবস জাতীয় পার্টি কেন্দ্রীয়ভাবে পালন করে না।
এর চেয়ে লজ্জাজনক আর কিছু হতে পারে না। জাতীয় পার্টির কেন্দ্রীয় পর্যায়ে এমন কিছু নেতা বসে আছেন, যাদের রাজনৈতিক মস্তিষ্ক বলে কিছু নেই। যারা শুধু নিজেদের আখের গোছাতে ব্যস্ত।
জনদাবির কথা ভুলে কিছু পাওয়ার জন্য আওয়ামী লীগের বি-টীম হয়ে উঠায় জাতীয় পার্টি পথ হারিয়েছে বলে তারা মন্তব্য করেন। তারা আরো বলেন, জাতীয় পার্টির দুঃসময়ে যারা নেতৃত্বে ছিলেন, তারা আবার সক্রিয় হয়ে উঠুন। জাতীয় পার্টি ঘোর অমানিশায়, রাজনীতির পথ হারিয়ে ফেলেছে। তাই এখান থেকে ঘুরে দাঁড়াতে হলে মেধা দিয়ে দলটিকে এগিয়ে নিয়ে যাওয়া প্রয়োজন।
সাবেক ছাত্রনেতা আজিজের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রতিমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, সাবেক এমপি আহসান হাবিব লিংকন, সাবেক ছাত্রনেতা ফকির আল মামুন, মুজিবুর রহমান ডালিম, বর্ষা মাহমুদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সংগ্রামী-ছাত্র-সমাজ-ফোরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ