Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সাতক্ষীরায় বন্দুক-কার্তুজসহ আটক ২

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় একটি দো-নলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দু’জনকে আটক করেছে খুলনা র‌্যাব-৬ এর একটি দল। গতকাল রোববার সকাল সোয়া ৯ টার সময় শহরের নারকেলতলা ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনা মেট্রপলিটনের আওতাধীন দৌলতপুর এলাকার দক্ষিণ পাবলা কেশবলাল রোডের আজমির শেখের ছেলে আকবর শেখ (৩৫) ও একই এলাকার পূর্ব পাবলার কাশেম সরদারের ছেলে নূরুল ইসলাম সরদার।
খুলনা র‌্যাব-৬ এর ডিএডি আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সাতক্ষীরা শহরের নারকেলতলা ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে আকবর শেখ ও নূরুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি দেশী তৈরি দো-নলা বন্দুক ও পাঁচ রাউন্ড পিলেট কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ