রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাতক্ষীরা জেলা সংবাদদাতা : সাতক্ষীরায় একটি দো-নলা বন্দুক ও পাঁচ রাউন্ড কার্তুজসহ দু’জনকে আটক করেছে খুলনা র্যাব-৬ এর একটি দল। গতকাল রোববার সকাল সোয়া ৯ টার সময় শহরের নারকেলতলা ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, খুলনা মেট্রপলিটনের আওতাধীন দৌলতপুর এলাকার দক্ষিণ পাবলা কেশবলাল রোডের আজমির শেখের ছেলে আকবর শেখ (৩৫) ও একই এলাকার পূর্ব পাবলার কাশেম সরদারের ছেলে নূরুল ইসলাম সরদার।
খুলনা র্যাব-৬ এর ডিএডি আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার সকালে সাতক্ষীরা শহরের নারকেলতলা ট্রাক স্ট্যান্ড এলাকা থেকে আকবর শেখ ও নূরুল ইসলামকে আটক করা হয়। এসময় তাদের কাছে থেকে একটি দেশী তৈরি দো-নলা বন্দুক ও পাঁচ রাউন্ড পিলেট কার্তুজ উদ্ধার করা হয়। আটককৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।