Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রূপগঞ্জে কলেজ শিক্ষার্থীকে হাত-পা ও গলা কেটে হত্যা

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) উপজেলা সংবাদদাতা : নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার হারিন্দা এলাকার কলেজ শিক্ষার্থী এমরান মোল্লা (২৫) কে প্রতিপক্ষের সন্ত্রাসীরা বালুর টাকার ভাগভাটোয়ারা নিয়ে দ্বন্ধের জের ধরেই হাত-পা ও গলা কেটে হত্যা করেছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছেন। এ ঘটনায় নিহত এমরান মোল্লার বড় ভাই মোস্তফা মোল্লা বাদী হয়ে ৭ জনকে নামীয় ও অজ্ঞাত ২ থেকে ৩ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) জোবায়ের জানান, ২০১৭ সালের ২০ সেপ্টেম্বর হারিন্দার বাড়ি থেকে নিখোঁজ হন এমরান মোল্লা। যথাসময়ে বাড়িতে ফিরে না আসার কারণে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খঁজাখুঁজি করে না পেয়ে গত ২০১৭ সালের ১৪ ডিসেম্বর রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। গত ১৪ ফেব্রæয়ারি সকালে হারিন্দা এলাকার কোট বাড়ির গোপ এলাকার শীতলক্ষ্যা নদীর মাছের ঘেরের ঝোপ থেকে একটি লাশ উদ্ধার করে পুলিশ। ওই লাশটি এমরান মোল্লার লাশ বলে দাবি করেন পরিবারের সদস্যরা। নিহত এমরান মোল্লা উপজেলার হারিন্দা এলাকার মৃত আব্দুল মবিন মোল্লার ছেলে। এমরান মোল্লা স্থানীয় আব্দুল হক ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের একাদশ শ্রেণিতে পড়–য়া শিক্ষার্থী।  গলিত লাশের সঙ্গে মাথার কোন অস্তিত্ব নেই। কাঁধ হতে দুই হাত নেই। নেই হাটুর নিচ থেকে দুই পাঁ। লাল ও কালো বৈদ্যুতিক তাঁর দিয়ে বাঁধা ছিলো। পরে পুলিশ লাশটি ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। ময়না তদন্তের প্রতিবেদন ও ডিএনএ টেস্টের জন্য অপেক্ষা করা হচ্ছে। স্থানীয় এলাকাবাসী জানায়, শীতলক্ষ্যা নদীর পারের হারিন্দা এলাকায় ওমেরা ফুয়েল নামে একটি প্রতিষ্ঠান বেশ কয়েক বিঘা জমি ক্রয় করেছেন। আর জমি ক্রয়, জবরদখল ও বালু ভরাট কাজে সহযোগিতা করতে একটি বাহিনী রয়েছে। ওই বাহিনীতে নেতৃত্বে রয়েছে, হারিন্দা এলাকার ফটিক মিয়ার ছেলে সজীব মিয়া, দেলোয়ার হোসেনের ছেলে রমজান, হরজু মিয়ার ছেলে দোহাই, নুর মোহাম্মদের ছেলে মিছির আলী, দুলাল মিয়া, আবু সাঈদের ছেলে রাজিব মিয়া, পিতলগঞ্জ এলাকার মৃত কাশেম মিয়ার ছেলে রাজিব হোসেন। সঙ্গে রয়েছে নিহত এমরান মোল্লাও। এরা সকলেই ইয়াবাসক্ত। মামলার বাদী মোস্তফা মোল্লা জানান, এলাকার একটি প্রভাবশালী মহল হত্যাকারীদের আড়াল করতে ও হত্যার ঘটনা ভিন্নখাতে প্রভাবিত করার চেষ্টা ও অপপ্রচার চালিয়ে যাচ্ছেন। নিখোঁজের মাস খানেক আগেও ওমেরা ফুয়েল কোম্পানির বালু ভরাটের বিলের টাকার ভাগভাটোয়ারা নিয়ে  তাদের লোকজনের সঙ্গে এমরান মোল্লার বাকবিতন্ডা ও মারপিটের ঘটনা ঘটে। এছাড়া নিখোঁজের পর সুরিয়াবো এলাকার চাঁন মিয়ার ছেলে সালাউদ্দিন তাদের জানিয়েছিলেন, প্রতিপক্ষের সন্ত্রাসীরা এমরান মোল্লাকে হত্যার পর গুম করার উদ্দেশ্যে ৩ টুকরা করে শীতলক্ষ্যা নদীতে পুতে রাখা হয়েছে। এরপর পুলিশসহ তারা নদীর বিভিন্ন স্থানে খুঁজেও পায়নি।  রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, আসামীদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। হত্যাকান্ডের রহস্য উদঘাটন করতে পুলিশ কাজ কর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ