Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দু’ঘণ্টায় বেইজিং থেকে নিউ ইয়র্ক যাবে হাইপারসনিক হেভি বম্বার

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : চীন এমন একটি যুদ্ধবিমান বানানোর পরিকল্পনা করছে, দুই ঘণ্টার মধ্যে যা বেইজিং থেকে নিউ ইয়র্কে পৌঁছাতে সক্ষম হবে। এর গতিবেগ হবে ঘণ্টায় ৩৭০০ কিলোমিটার, যা শব্দের গতিবেগের ৫ গুণ। এরইমধ্যে বিজ্ঞানীরা ওই যুদ্ধবিমান সংক্রান্ত যাবতীয় গবেষণা শেষ করেছেন। এ সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ্যেও এনেছেন তারা। ব্রিটিশ ট্যাবলয়েড ডেইলি মেইলের এক প্রতিবেদন থেকে নতুন চীনা যুদ্ধবিমানের পরিকল্পনার খবর জানা গেছে। ডেইলি মেইল জানিয়েছে, বিমানটি এখনও তৈরি হয়নি। কিন্তু এর কম্পিউটারাউড মডেল তৈরি হয়ে গিয়েছে। ৫ মার্চ থেকে ৭ মার্চ এর গতিবেগের পরীক্ষা চলবে বলে শোনা যাচ্ছে। বেইজিং থেকে নিউ ইয়র্কে সাধারণ বিমানে যেতে সময় লাগে ১৪ ঘণ্টা। দুই শহরের মধ্যে দূরত্ব ৬ হাজার ৮০০ মাইল। এর ২টি ডানার সেট রয়েছে। সংস্থার এক গবেষক জানিয়েছেন, এর স্পিড হাইপারসোনিক। বেজিং থেকে নিউ ইয়র্ক যেতে সময় লাগবে মাত্র ২ ঘণ্টা। বিমানটি দেখতে হবে অনেকটা ইংরেজির বড় হাতের ‘ও’-এর মতো। গবেষকরা জানান, বোমার পাশাপাশি ফুল থেকে যাত্রী, সবই বহন করতে সক্ষম হবে ওই বিমান। মিসাইল থেকে পারমাণবিক অস্ত্র বহন করতেও সক্ষম এটি।  কম্পিউটারে সামগ্রিক নকশা করা থাকলেও এখনও বিমানটি তৈরি করা হয়নি। চীনের মিলিটারি একাডেমি এ সংক্রান্ত গবেষণা সম্পন্ন করেছে।  গবেষকদের দাবি, এর নিশানা খুবই লক্ষ্যভেদী। বিজ্ঞানীদের মতে এটি চীনের ক্ষেত্রে গেম চেঞ্জার হিসেবে কাজ করতে পারে। ডেইলি মেইল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নিউ ইয়র্ক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ