পশ্চিম তীরে সহিংসতা আঞ্চলিক স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ
জর্ডানের বাদশাহ আবদুল্লাহ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিনের সঙ্গে বৈঠক করেছেন। এই বৈঠকে তিনি বলেছেন, ফিলিস্তিনের
ইনকিলাব ডেস্ক : পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আহসান ইকবাল অভিযোগ করে বলেছেন যে পাকিস্তানকে অস্থিতিশীল করতে পূর্ব প্রতিবেশী অব্যাহতভাবে আফগান ভূখÐ ব্যবহার করেছে। ফলে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই ক্ষতিগ্রস্ত হচ্ছে। ইসলামাবাদে ডিপ্লোমেটিক এনক্লেভ রাইডিং ক্লাব উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, পাকিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যক্ষভাবে আফগানিস্তানের শান্তি ও স্থিতিশীলতার সঙ্গে জড়িত। তাই আন্তর্জাতিক মহলকে বুঝতে হবে আফগানিস্তানকে অস্থিতিশীল রাখলে কার স্বার্থ বেশি হাসিল হয়। অনুষ্ঠানে দক্ষিণ কোরিয়া, সউদী আরব, ফিলিস্তিন, আজারবাইজানসহ বেশ কয়েকটি দেশের কূটনীতিক এবং সুশীল সমাজ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। আহসান বলেন, পাকিস্তানের পশ্চিম
প্রতিবেশী রাষ্ট্রটিতে অস্থিতিশীলতা সৃষ্টি করার কারণে ওই সীমান্তে দুই লাখের বেশি নিরাপত্তা সদস্য মোতায়েন রাখাতে হচ্ছে। এর জন্য অতিরিক্ত সম্পদের প্রয়োজন হচ্ছে। ৩০ লাখের বেশি আফগান উদ্বাস্তুকে নিজ দেশে ফেরত পাঠাতে পাকিস্তানকে সহায়তা করার জন্য আন্তর্জাতিক স¤প্রদায়ের প্রতি আহŸান জানান তিনি। কারণ, এসব উদ্বাস্তু পাকিস্তানের জন্য সমস্যা তৈরি করছে। সন্ত্রাসবিরোধী যুদ্ধে পাকিস্তান নজিরবিহীন আত্মত্যাগ করেছে বলে উল্লেখ করে মন্ত্রী বলেন, আন্তর্জাতিক স¤প্রদায় যদি পাকিস্তানের সন্ত্রাসবিরোধী যুদ্ধে সাহায্য করতে না পারে তাহলে অন্তত যেন তারা এই আন্তর্জাতিক চ্যালেঞ্জ মোকাবেলার পথে বাধার সৃষ্টি না করে। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।