Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একজন স্বপ্নবাজ নির্মাতা হাবিবুল ইসলাম হাবিব

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: আমাদের দেশের চলচ্চিত্র বর্তমানে অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। ষাট দশক হতে নব্বই দশক পর্যন্ত যে চলচ্চিত্র দেশের হাজার হাজার দর্শককে বিনোদন দিয়েছে সে চলচ্চিত্র আজ ধুঁকছে। চলচ্চিত্রের এমতাবস্থায়ও কিছু উদ্যমী মানুষ দেশের সংস্কৃতি নিয়ে ভাবছেন। কাজ করছেন নতুন কিছু সৃষ্টি করার জন্য। হাবিবুল ইসলাম হাবিব তাদের অন্যতম। একজন স্বপ্নবাজ নির্মাতা হিসেবে তিনি পরিচিত। তিনি একাধারে একজন সাংস্কৃতিক কর্মী, নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক, তিনি সাংস্কৃতিক আন্দোলনের অগ্রপথিক। আশির দশকের শুরুতে ‘প্রেক্ষাপট’ নাট্যদল নিয়ে হাবিবুল ইসলাম হাবিব তার যাত্রা শুরু করেন। পরিচালনা করেন বহুল আলোচিত মঞ্চনাটক ইদানীং তিনি ভদ্রলোক, খাঁটি মীরজাফরের বাচ্চা, ব্যারিকেড চারিদিক, সারাদিন পর, উল্টারাত পাল্টাদিন ইত্যাদি। ইদানিং তিনি ভদ্রলোক খুবই জনপ্রিয় মুক্তিযুদ্ধভিত্তিক নাটক। তিনি শুধু মঞ্চে থেমে থাকেননি। আশির দশকে দেশকে নিয়ে বানিয়েছিলেন স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র বখাটে ও বিজয় নব্বই। যুক্ত ছিলেন গ্রæপ থিয়েটার আন্দোলনের সঙ্গে। পাশাপাশি প্যাকেজ নাটকের আন্দোলন, সম্মিলিত জোট গঠনের আন্দোলন, শর্ট ফিল্ম মুভমেন্ট সহ বিভিন্ন সাংস্কৃতিক আন্দোলনে জড়িত ছিলেন। বাংলাদেশে অ্যাকশন থ্রীলার ড্রামার রূপকার তিনি। তার হাতে নির্মিত হয় পুলিশ বাহিনীর সদস্যদের নিয়ে নাটক, বাংলাদেশ সেনা বাহিনীকে নিয়ে থিম সং ও টিভি ফিলার। চলচ্চিত্র, মঞ্চ ও টিভিতে তার সান্নিধ্যে এসে অনেকেই সুপ্রতিষ্ঠিত হয়েছেন। বর্তমানে তার প্রথম চলচ্চিত্র ‘রাত্রির যাত্রী’ নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। এতে অভিনয় করেছেন মৌসুমী, আনিসুর রহমান মিলনসহ অনেকে। শিঘ্রই দর্শকের জন্য নতুন ভাবনার সিনেমাটি নিয়ে আসছেন তিনি। ব্যক্তিজীবনে তিনি নতুন প্রজন্মের অভিনেত্রী আশনা হাবিব ভাবনার পিতা। বাবার পথ ধরেই ভাবনার মিডিয়ায় আগমন। দেশের চলচ্চিত্র শিল্পকে বাঁচাতে হলে হাবিবুল ইসলাম হাবিবের মতো গুণী মানুষদের মূল্যায়ন করা অত্যাবশ্যক।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নির্মাতা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ