Inqilab Logo

শুক্রবার, ০৫ জুলাই ২০২৪, ২১ আষাঢ় ১৪৩১, ২৮ যিলহজ ১৪৪৫ হিজরী

কচুয়ায় ২০ পরিবার খোলা আকাশের নিচে

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

চাঁদপুর জেলা সংবাদদাতা: চাঁদপুরের কচুয়ায় অগ্নিকান্ড ২০টি বসতঘর পুড়ে ছাই হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবার এখন খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে। গত শনিবার গভীর রাতে উপজেলার দক্ষিণ কচুয়া ইউনিয়নের আকানিয়া আব্বাস আলী প্রধানীয়া বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষণে ২০টি বসতঘরের সম্পূর্ণ মালামাল ও নগদ অর্থসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তদের ধারণা, গ্যাসসিলিন্ডার বিস্ফোরণে এ অগ্নিকাÐের ঘটনা ঘটতে পারে। কচুয়া উপজেলা চেয়ারম্যান শাহজাহান শিশির, উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলিমা আফরোজ, পৌরমেয়র নাজমুল আলম স্বপন অগ্নিকাÐের ক্ষয়ক্ষতি পরিদর্শন করেন। উপজেলা প্রশাসনের ত্রাণ তহবিল থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ৩০ কেজি চাল, দুই ব্যান্ডেল টিন, ছয় হাজার টাকা ও প্রতি পরিবারের সব সদস্যকে একটি করে কম্বল দেয়া হয়। পৌরমেয়র নাজমুল আলম স্বপন ও ইউপি চেয়ারম্যান জসিম উদ্দিন লিটনের পক্ষ থেকে শুকনো খাবার দেয়া হয়।উপজেলা পরিষদ ও প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের স্কুল-কলেজে ও মাদরাসাপড়ুয়া শিক্ষার্থীদের বইপুস্তকসহ শিক্ষাউপকরণ প্রদানের আশ্বাস দেয়া হয়েছে। সহায়-সম্বল হারিয়ে বর্তমানে ক্ষতিগ্রস্তরা খোলা আকাশের নিচে মানবেতর জীবন যাপন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: পরিবার


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ