মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স চার্লস টুইন টাওয়ারে হামলার মাস্টারমাইন্ড ওসামা বিন লাদেনের পরিবারের কাছ থেকে ১০ লাখ পাউন্ড নিয়েছিলেন। নিজের দাতব্য প্রতিষ্ঠানের জন্য অনুদান হিসেবে তিনি এ অর্থ গ্রহণ করেছিলেন বলে জানিয়েছে দ্য সানডে টাইমস। অবশ্য এই সউদী পরিবারটির সদস্যরা অনুদানের বিনিময়ে কোনো অন্যায় অনুরোধ করেনি। তবে ৭৩ বছর বয়সী ব্রিটিশ যুবরাজের দাতব্য সংস্থাগুলোর বিরুদ্ধে চলতি বছর অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতার একাধিক অভিযোগ পাওয়া গেছে। যুবরাজের বেশ কয়েকজন উপদেষ্টা লাদেন পরিবারের প্রধান বকর বিন লাদেন এবং সাবেক আল-কায়েদা প্রধান ওসামার সৎ ভাই শফিকের কাছ থেকে অনুদান না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছিলেন। এই অনুরোধ উপেক্ষা করে যুবরাজ চার্লস ২০১৩ সালে লন্ডনের ক্ল্যারেন্স হাউজে বকর বিন লাদেনের সঙ্গে সাক্ষাতের সময় অনুদানের অর্থ নিয়েছিলেন। প্রিন্স অব ওয়ালস চ্যারিটেবল ফান্ডের (পিডব্লিউসিএফ) চেয়ারম্যান ইয়ান চেশিয়ার জানিয়েছেন, ট্রাস্টের পাঁচ জন ট্রাস্টি ওই সময় অনুদানের অর্থ নেওয়ার জন্য সম্মত হয়েছিলেন। ব্রিটিশ পুলিশ ফেব্রুয়ারিতে একজন সউদী ব্যবসায়ীর কাছ থেকে নগদ অর্থের বিনিময়ে সম্মাননা প্রধানের অভিযোগে যুবরাজ চার্লসের দাতব্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু করেছিল। তদন্তের পর গত বছর দ্য প্রিন্স ফাউন্ডেশনের প্রধান পদত্যাগ করেন। সানডে টাইমস।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।