Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কিশোরগঞ্জে গৃহ পাবে ১৫২ পরিবার

স্টাফ রিপোর্টার, কিশোরগঞ্জ থেকে | প্রকাশের সময় : ২০ জুলাই, ২০২২, ১২:০২ এএম

মুজিববর্ষ উপলক্ষে আগামী ২১ জুলাই ৩য় পর্যায়ে ২য় ধাপে প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের ওপর কিশোরগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। গতকাল মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসনের তথ্য মতে, জেলার ১৩টি উপজেলায় ৩য় পর্যায়ের ২য় ধাপে মোট ১৫২টি পরিবারের মাঝে গৃহ প্রদান করা হবে। জেলায় মোট ২,৫৮৮টি ভূমিহীন পরিবারকে গৃহ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে ইতোমধ্যে ২,১৯০টি পরিবারকে গৃহ প্রদান করা হয়েছে। এসময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. নুরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ফারজানা খানমসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিাত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কিশোরগঞ্জে গৃহ পাবে ১৫২ পরিবার
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ