বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
দৈনিক ইনকিলাবের প্রতিষ্ঠাতা, সাবেক মন্ত্রী, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মাওলানা এম,এ মান্নান (রহ) এর সহধর্মিণী এবং দৈনিক ইনকিলাব সম্পাদক ও বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি আলহাজ্ব এ এম এম বাহাউদ্দীন সাহেবের মাতা বেগম হোসনে আরা নিলুর রুহের মাগফেরাত কামনার লক্ষ্যে এক দোয়া মাহফিফ অুনষ্টিত হয়, দৈনিক ইনকিলাব সিলেট ব্যুরো উদ্যোগে। বাদ আসর অনুষ্ঠিত এ দোয়া মাহফিল পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের চেয়ারম্যান ও দেশের ঐতিহ্যবাহী ধর্মীয় বিদ্যাপীঠ জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার প্রিন্সিপাল মওলানা হাবীবুর রহমান। এসময় মহাগ্রস্থ থেকে তেলhওয়ত করেন হাফিজ মওালানা ফখরুল ইসলাম। দোয়া পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে প্রিন্সিপাল হাবীবুর রহমান বলেন, দেশের ইসলামী মূল্যবোধের ধারক বাহক মওলানা এম, এ মান্নানের সকল ভালো কাজের সহযোগী মরহুমা বেগম হোসনে আরা নিলু। দ্বীনদার সহধর্মিণী হিসাবে আল্লাহর নেক এক বান্দা ছিলেন তিনি। রত্মগর্ভা এই নারীর সন্তান ইসলামের প্রচার প্রসারে দেশ ও আন্তর্জাতিক পরিমণ্ডলে ভূমিকা রেখে যাচ্ছেন। মহান আল্লাহ তাদের হেফাজত ও সহায়তা করুন। একই সাথে মরহুমার গুনাহ সমূহ ক্ষমা করে, তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন। দোয়ায়, মরহুম মওলানা এম এ মান্নান (রহ.) সহধর্মিণীর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে তাদের ধৈর্য ধারণে আল্লাহ তায়ালার সহযোগিতা কামনা করা হয়। জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদ্রাসার প্রিন্সিপাল কার্যালয়ে ভাবগাম্ভীর্য পরিবেশে অনুষ্ঠিত এ দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, নেজামে ইসলাম পার্টির সভাপতি ও ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের এডভোকেট মাওলানা আব্দুর রকিব, বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় নায়েবে আমীর মওলানা রেজাউল করিম জালালী, সিলেট মহানগর সভাপতি মওলানা সিরাজুল ইসলাম সিরাজী, মহানগর সেক্রেটারি মওলানা এমরান আলম, জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজিরবাজার মাদ্রাসার মুহাদ্দিস মওলানা শাহ মম্শাদ, ভাইস প্রিন্সিপাল সাবির আহমদ মুসা, যুব জমিয়ত কেন্দ্রীয় প্রচার সম্পাদক রুহুল আমীন নগরী, মাদ্রাসা শিক্ষক আব্দুল খালিক, মাওলানা মামুন আহমদ, যুব জমিয়ত নেতা মুজিবুর রহমান নানু, হাফিজ কয়েছ আহমদ, মাওলানা নজির আহমদ, হাফিজ ইকরামুল হক জুনায়েদ, নুর আহমদ প্রমুখ। দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, দৈনিক ইনকিলাব এর ব্যুরো প্রধান ফয়সাল আমীন, ফটো সাংবাদিক মাহমুদ হোসেন, অনলাইন পোর্টাল ড্রিম সিলেট সম্পাদক শেখ আব্দুল মজিদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।