Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিএনপির সাধারণ সম্পাদক ওয়াহাব আকন্দসহ ৮ নেতা-কর্মী আটক

বিশেষ সংবাদদাতা, ময়মনসিংহ ব্যুরো | প্রকাশের সময় : ৯ ফেব্রুয়ারি, ২০১৮, ৪:২৮ পিএম

জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৫ বছরের কারাদন্ডাদেশের প্রতিবাদে ও দলীয় চেয়ারপার্সনের মুক্তি দাবিতে ময়মনসিংহে কেন্দ্রঘোষিত বিক্ষোভ মিছিল করতে গিয়ে আটক হয়েছেন দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদসহ ৮ বিএনপি নেতা।
আটক বাদ বাকী নেতা-কর্মীরা হলেন- জেলা ছাত্রদলের সাবেক সদস্য আলম, নগর বিএনপি’র সদস্য মনির আহমেদ, জেলা যুবদল সদস্য মনির, আতাহার কামাল, রাজিব হোসেন, দেবদ্রুত দাস, আল আমিন ও আনিসুজ্জামান শুভ।
শুক্রবার বাদ জুম্মা নগরীর বাউন্ডারি রোড এলাকা থেকে মিছিল করার সময় তাদের আটক করে পুলিশ। কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম ইনকিলাবকে এ তথ্য নিশ্চিত করেন।
দলীয় সূত্র জানায়, নগরীর নতুন বাজার মোড় এলাকা থেকে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের করে দলটি।
এ সময় জেলা বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক কাজী রানা, নগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান, প্রচার সম্পাদক কায়কোবাদ মামুন প্রমুখ উপস্থিত ছিলেন।
মিছিলটি নগরীর নতুন বাজার থেকে বাউন্ডারি রোড হয়ে নওমহল এলাকায় যাবার পথে পুলিশ মিছিলকারীদের পেছন থেকে ধাওয়া করে।
কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ৫ থেকে ৬ রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়া হয়। পরে পুলিশ দৌড়ে ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ ৮ বিএনপি নেতাকে আটক করে।
বিএনপি নেতাদের বাড়ি বাড়ি তল্লাশি
এদিকে, খালেদার কারাদন্ডাদেশের প্রতিবাদে বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) ময়মনসিংহ নগরীতে দক্ষিণ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলমগীর মাহমুদ আলম ও কেন্দ্রীয় যুবদলের সদস্য লিটন আকন্দের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। পুলিশের হানা উপেক্ষা করে এ মিছিল টের পেয়ে পুলিশ ২৩ রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। এ ঘটনার জের ধরে বিএনপি নেতা আলমগীর মাহমুদ আলমের বাসায় শুক্রবার দুপুরে নজিরবিহীন তল্লাশি চালায় পুলিশ।
শহরের ২ নং পুলিশ ফাঁড়ির টিএসআই ফারুকের নেতৃত্বে এ তল্লাশি অভিযান চালানো হয়। একইভাবে দক্ষিণ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক লিটন আকন্দের বাসাতেও তল্লাশি চালানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আটক


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ