বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও অন্যান্য নেতাদের সাজা দেয়ার প্রতিবাদে বিক্ষোভ করার প্রস্তুতি কালে ৯ ফেব্রুয়ারি পুলিশ শেরপুর শহরের শহীদ মিনার চত্বর এলাকা থেকে জেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক প্রভাষক মামুনুর রশীদ পলাশসহ ৪ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। গেফতারকৃত অন্যনেতারা হচ্ছেন, মিল্টন, করিম ও ইদ্রিস আলী।
জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি মামহুমুদল হক রুবেল বলেন, আমরা শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের নেতাকর্মীদের মাঠেই আসতে দিচ্ছে না। আমরা কোন বিশৃঙ্খলা করা তো দূরে থাক আমরা কোন মিটিং মিছিলই তো করিনাই। প্রতি রাতেই আমাদের নেতাকর্মীদের বাসা-বাড়ীতে হানা দিচ্ছে পুলিশ। এদিকে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে। তাই তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।