Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

তানোরে ককটেলসহ পৌর ছাত্রদল নেতা গ্রেপ্তার

তানোর (রাজশাহী) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৭ ফেব্রুয়ারি, ২০১৮, ৩:৫২ পিএম

রাজশাহীর তানোরে গভীর রাতে পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসানকে (৩০) গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। এ ঘটনায় তানোর থানার এসআই মনিরুজ্জামান মনির বাদী হয়ে তানোর উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তানোর পৌর মেয়র মিজানুর রহমান মিজানসহ ১০জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরো ২০/৩০জনকে আসামী করে বিস্ফোরক দ্রব্য’র বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করেছেন।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত ২টার দিকে তানোর পৌর এলাকার সমাশপুর গ্রামের আবুল কালাম আজাদের পুত্র তানোর পৌর ছাত্রদল সাধারণ সম্পাদক মেহেদী হাসান তার নিজ বাড়িতে দলীয় নেতা-কর্মীদের নিয়ে ৮ ফেব্রুয়ারি নাশকতার করার বিষয়ে গোপন বৈঠক করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গেলে সবাই পালিয়ে গেলেও মেহেদীকে আটকের পর তার স্বীকারোক্তি অনুযায়ী গ্রামবাসীর সামনে তার বাড়ি থেকে লাল টেপ দিয়ে মোড়ানো ২টি ককটেল উদ্ধার ও মেহেদীকে আটক করা হয়।
এব্যাপারে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম বলেন, ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার বিচারের রায় দেয়াকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে গোপন বৈঠক করছিলো, গ্রেপ্তারকৃতকে ৭দিনের রিমান্ড আবেদন করে (আজ) গতকাল বুধবার বিকালে আদালতে প্রেরণ করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গ্রেপ্তার


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ