Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সন্ত্রাস ও দুর্নীতিমূক্ত উন্নত সমাজ গঠনে মাদরাসা শিক্ষার বিকল্প নেই -পীর সাহেব বায়তুশ শরফ আল্লামা কুতুব উদ্দিন

| প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

কক্সবাজার ব্যুরো : পীর সাহেব বায়তুশ শরফ বাহারুল উলুম আল্লামা কুতুব উদ্দিন (ম.আ.) বলেছেন, সন্ত্রাস ও দুর্নীতিমূক্ত উন্নত সমাজ বির্নিমাণে মাদরাসা শিক্ষার বিকল্প নেই। তিনি গতকাল কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সে নব প্রতিষ্ঠিত ‘বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ মাদরাসার’ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন ও নতুন বছরের সবক উদ্বোধনকালে একথা বলেন।
তিনি বলেন, দ্বীনি শিক্ষা ও আধুনিক শিক্ষার সমন্বয়ে মাদরাসা শিক্ষা পরিপূর্ণ। মাদরাসা শিক্ষার্থীরা আজ অনেক দূর এগিয়ে গেছে। মাদরাসা শিক্ষা শান্তিপূর্ণ উন্নত সমাজ বির্নিমাণে প্রতিবছর লাখ লাখ শিক্ষার্থী তৈরী করছে। ‘বায়তুশ শরফ শাহ কুতুব উদ্দিন আদর্শ মাদরাসারা’ ও এই এলাকায় সে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যাক্ত করেন। তিনি বলেন, বায়তুশ শরফ তাজকিয়ার মাধ্যমে মানুষের আত্মার পরিশুদ্ধি ছাড়াও শিক্ষা, চিকিৎসা ও মানব সেবায় সারা দেশে অনন্য ভূমিকা পালন করে যাচ্ছে। তাই সমাজের সর্বস্তরের মানুষ বায়তুশ শরফের সাথে সম্পৃক্ত হয়ে প্রশান্তি লাভ করেন। এসময় অরো ছিলেন, কক্সবাজার বায়তুশ শরফ কমপ্লেক্সের মহাপরিচালক শিক্ষাবিদ সিরাজুল ইসলাম, মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, মাওলানা বেলাল উদ্দিন, মাওলানা শফিউল আলম, সাংবাদিক শামসুল হক শারেক, মাষ্টার সৈয়দ করিম, দেলোয়ার হোসেন ও আলহাজ্ব আলা উদ্দীনসহ অন্যান্যরা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সন্ত্রাস


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ