Inqilab Logo

বুধবার, ২৬ জুন ২০২৪, ১২ আষাঢ় ১৪৩১, ১৯ যিলহজ ১৪৪৫ হিজরী

গাজীপুর গার্মেন্টস শ্রমিককে হত্যা

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৬ জানুয়ারি, ২০১৮, ১১:৩৩ এএম

গাজীপুরের টঙ্গীর সাতাশ দক্ষিণপাড়া এলাকায় আব্দুল হান্নান (৩০) নামে এক গার্মেন্টস শ্রমিককে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) রাতে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে হত্যা করে। নিহত আব্দুল হান্নান পাবনার ফরিদপুর থানার কৃষ্ণনগর এলাকার মো. তৈয়ব সরদারের ছেলে।
টঙ্গী থানার শিক্ষানবিশ উপ-পরিদর্শক (পিএসআই) মো. জাহাঙ্গীর হোসেন জানান, টঙ্গীর সাতাশ এলাকায় বাসা ভাড়া থেকে একটি পোশাক কারখানার কোয়ালিটি পরিদর্শক হিসেব চাকরি করতেন আব্দুল হান্নান। কারখানা ছুটির পর রাত ৯টার দিকে বাসায় ফেরার পথে সাতাশ দক্ষিণপাড়া এলাকায় দুর্বৃত্তরা তার ঘাড়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল নেওয়ার পথে মৃত্যু হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ