Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে হত্যা

ধামরাই (ঢাকা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ জানুয়ারি, ২০১৮, ১০:৫০ এএম

ঢাকার ধামরাইয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে সমেজ উদ্দিন নামের এক ব্যক্তিকে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। থানা পুলিশ লাশ উদ্ধার করে আজ বুধবার সকালে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে। এ হত্যাকাণ্ডের সাথে জড়িত সন্দেহে জিজ্ঞাসাবাদের জন্য দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কুল্লা ইউনিয়নের বড়চন্দ্রাইল গ্রামের মৃত অসিমুদ্দিনের ছেলে এক সন্তানের জনক সমেজ উদ্দিন নিজ বাড়িতে রাতের খাবার খেয়ে ঘুমাতে যায়। রাত সাড়ে ৯টার দিকে একই গ্রামের হানিফ নামের এক ব্যক্তি তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়।পরে গভীর রাতে বাড়িতে ফোন আসে সমেজ উদ্দিন(৫৫)অসুস্থ হয়ে গ্রামের কাছে কবরস্থানের রাস্তায় পড়ে আছে। পরে বাড়ির লোকজনসহ প্রতিবেশীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় তখন কর্তব্যরত চিকিৎসক জানায় তার মৃত্যু হয়েছে। পরে পুলিশকে সংবাদ দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আছে। রাতেই একই গ্রামের মনরুদিনের ছেলে হানিফ ও নূর মোহাম্মদের ছেলে কামালকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসে পুলিশ। থানার এসআই নাজমুল হক জানান, লাশের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে মেডিক্যাল রিপোর্ট আসলেই বলা যাবে। গত ১৮ দিনে আরো ২ জন নিরাপত্তা কর্মীর ও ২জন অটোরিকশা চালকসহ ৫টি লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: হত্যা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ