Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

২৭ জানুয়ারী ঢাকার মহাসমাবেশ সফলে সম্মিলিত প্রয়াস চালানোর আহ্বান

দেশের বিভিন্ন স্থানে জমিয়াতুল মোদার্রেছীন-এর মতবিনিময় ও প্রস্তুতি সভা

ইনকিলাব ডেস্ক: | প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

শিক্ষক-কর্মচারীদের চাকুরী জাতীয়করণের দাবিতে মাদরাসা শিক্ষকদের একমাত্র অরাজনৈতিক সংগঠন বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের উদ্যোগে আগামী ২৭ জানুয়ারি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য জাতীয় মহাসমাবেশ সফলের লক্ষ্যে দেশের বিভিন্ন স্থানে প্রস্তুতি ও মতবিনিমিয় সভা করেছেন স্থানীয় নেতৃবৃন্দ। মহাসমাবেশ সফলে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের আহ্বান ও স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণের আহ্বান জানিয়ে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে সিলেট, নোয়াখালী, কুড়িগ্রাম, বরিশাল, টাঙ্গাইল সদর ছাড়াও উল্লাপাড়া ও ছাগলনাইয়ায়।
সিলেট মহানগর শাখার সেক্রেটারি সৈয়দ কুতবুল আলম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সিলেটে জমিয়াতুল মোদার্রেছীনের এক মতবিনিময় সভা গত বুধবার সোবহানীঘাটস্থ হযরত শাহজালাল দারুচ্ছুন্নাহ ইয়াকুবিয়া কামিল মাদরাসা কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়। সিলেট জেলা জমিয়াতুল মোদার্রেছীনের সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা একেএম মনোওর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুল আহাদ, সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা মঈনুল ইসলাম পারভেজ, মৌলভীবাজার জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা শামসুল ইসলাম, সিলেট মহানগর সভাপতি ভাইস প্রিন্সিপাল মাওলানা আবূ ছালেহ মুহাম্মদ কুতবুল আলম, সেক্রেটারি মাওলানা সৈয়দ কুতবুল আলম, হবিগঞ্জ জেলা সেক্রেটারি প্রিন্সিপাল মাওলানা আলী মোহাম্মদ চৌধুরী, মাথিউউরা সিনিয়র মাদরাসার প্রিন্সিপাল মাওলানা আবদুল আলিম, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা ফরিদ উদ্দিন, সিলেট সদর উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আজিজ আহমদ, বিশ্বনাথ উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আবূ তাহির হোসাইন, গোলাপগঞ্জ উপজেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা আব্দুস সবুর, ওসমানীনগর উপজেলা সেক্রেটারি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, ফেঞ্চুগঞ্জ উপজেলা সেক্রেটারি মাওলানা শামসুদ্দোহা খান, সোনাতলা আলিম মাদরাসার প্রিন্সিপাল মাওলানা হাফিজুর রহমান, জকিগঞ্জ সিনিয়র মাদরাসার সহকারী অধ্যাপক মাওলানা হোসাইন আহমদ তাপাদার, বাদেদেওরাইল ফুলতলী কামিল মাদরাসার প্রভাষক মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আব্দুস সবুর, মাওলানা মাহবুবুর রহমান তাজুল, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা আব্দুর রউফ, মাওলানা হোসাইন আহমদ তাপাদার, মাওলানা লুৎফুর রহমান সিরাজী, মাওলানা মোহাম্মদ আলী প্রমুখ।
নোয়াখালী ব্যুরো জানায়, নোয়াখালী জেলা শাখার উদ্যোগে গতকাল বিকালে চৌমুহনীতে প্রস্তুতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি প্রিন্সিপাল মাওলানা হাফেজ ওহিদুল হকের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন মাওলানা আমিরুজ্জামান, মাওলানা সিরাজুল করিম ভূঁইয়া, মাওলানা রুহুল আমিন চৌধুরী, মাওলানা সামছুল এরফান, মাওলানা মফিজুল ইসলাম, মাওলানা মো. মোস্তফা, মাওলানা নোমান ও মাওলানা আবদুর রহমান প্রমুখ ।
শফিকুল ইসলাম বেবু, কুড়িগ্রাম থেকে জানান, ঢাকার সোহরাওয়ার্দী ময়দানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশ সফল করার লক্ষ্যে এক প্রস্তুতি সভা কুড়িগ্রাম আলিয়া মাদরাসা হলরুমে দুপুর ২টায় অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা জমিয়াতুল মোদারেছীনের সভাপতি প্রিন্সিপাল আলহাজ মাওলানা মুহাঃ নুর বখত। সভায় জমিয়াতের জেলা সেক্রেটারি মাওলানা শফিকুর রহমানসহ জেলা কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।
বরিশাল মহানগর জমিয়াতুল মোদার্রেছীন সভাপতি প্রিন্সিপাল মাও. মোঃ আব্দুর রব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকার মহাসম্মেলন সফল করার লক্ষ্যে গতকাল জেলা ও মহানগর জমিয়তের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা সাড়ে ১১টায় সদর রোডস্থ বায়তুল মোকাররম জামে মসজিদে এ প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন কেন্দ্রিয় জমিয়াতের সাংগঠনিক সচিব বরিশাল মহানগর জমিয়াতের সভাপতি বাঘিয়া আল আমিন কামিল মাদরাসার প্রিন্সিপাল মাওঃ মোঃ আবদুর রব।
সভায় কেন্দ্রীয় সম্মেলনে করণীয় বিষয়ে কয়েকটি সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
প্রস্তুতি সভায় বক্তৃতা করেন জেলা জমিয়তের সম্পাদক মাওঃ ইব্রাহিম খান, মহানগর সম্পাদক মাওঃ নজরুল ইসলাম, মাওঃ মহিউদ্দিন, মাওঃ আব্দুস সাকুর, মাওঃ আলতাফ হোসাইন, মাওঃ ফরিদুল আলম, মাওঃ হাবিবুর রহমান খান, মাওঃ আবু হানিফা, মাওঃ নুরুল হক আজহারী, মাওঃ আনছার উদ্দিন, মাওঃ আব্দুল হালিম, মাওঃ ফারুক হোসেন প্রমুখ।
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) উপজেলা সাংবাদদাতা জানান, উল্লাপাড়া কামিল মাদ্রাসায় জমিয়াতুল মোদার্রেছীন উল্লাপাড়া শাখার শিক্ষক নেতৃবৃন্দের সঙ্গে গতকাল বৃহস্পতিবার উল্লাপাড়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আরিফুজ্জামান মতবিনিময় সভা করেন। মাদ্রাসার প্রিন্সিপাল আতিকুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উল্লাপাড়া পৌর মেয়র এস.এম নজরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শফিকুল ইসলাম, উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেওয়ান কউশিক আহমেদ, জমিয়াতুল মোদার্রেছীন-এর উল্লাপাড়া শাখার সম্পাদক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।
ছাগলনাইয়া (ফেনী ) উপজেলা সংবাদদাতা জানান, মাদরাসার শিক্ষক-কর্মচারীদের জাতীয় মহাসমাবেশ সফল করার লক্ষ্যে গত বুধবার দুপুরে জমিয়াতুল মোদার্রেছীন ছাগলনাইয়া উপজেলা শাখার উদ্যোগে এক প্রস্তুতি সভা ছাগলনাইয়া ইসলামিয়া কামিল মাদরাসার হল রুমে অনুষ্ঠিত হয়। এ সময় ফেনী জেলা জমিয়াতুল মোদার্রেছীনের নবনির্বাচিত সভাপতি মাওলানা হোসাইন আহমদ ভূঁঞাকে উপজেলা জমিয়াতুল মোদার্রেছীনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। ছাগলনাইয়া ইসলামি কামিল মাদরাসার প্রিন্সিপাল, জেলা জমিয়তের সভাপতি ও কেন্দ্রীয় জমিয়তের শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাওলানা হোসাইন আহমদ ভূঁঞা’র সভাপতিত্বে ও নিজপানুয়া দাখিল মাদরাসার সুপার ও উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ ইউনুসের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, প্রিন্সিপাল মাওলানা আবদুল হান্নান ভূঁঞা, প্রিন্সিপাল মাওলানা ওবায়দুল হক, প্রিন্সিপাল মাওলানা মোঃ জাকারিয়া, প্রিন্সিপাল মাওলানা মুজাফ্ফর আহাম্মদ, ভাইস প্রিন্সিপাল মাওলানা লোকমান হোসেন, প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ হোসাইন, প্রিন্সিপাল মাওলানা ওয়াজি উল্যাহ, সুপার মোঃ হোসাইন, সুপার মাওলানা মোঃ মোস্তফা, সুপার মাওলানা আহসান উল্যাহ, সুপার মাওলানা মোঃ মুজিবুল হক, সুপার মাওলানা আনোয়ার উল্যাহ, সুপার মাওলানা সফিকুল ইসলাম, প্রভাষক মাওলানা ইসমাঈল টুমছুরী, সহকারী অধ্যাপক মাওলানা নাছির আহাম্মদ, সহকারী অধ্যাপক মোহাম্মদ উল্যাহ, প্রভাষক কামরুল হাসান মজুমদার লিটন, প্রভাষক আমিনুল হক, সহকারী মৌলভী কামাল উদ্দিন, সহ-সুপার মোঃ মজিবুল হক প্রমুখ। সভায় বক্তাগণ বলেন, জমিয়াতুল মোদার্রেছীন একটি অরাজনৈতিক সংগঠন, এ সংগঠনের মাধ্যমেই অতীতে মাদরাসার শিক্ষকদের দাবি দাওয়া আদায় হয়েছে। কেন্দ্রীয় সভাপতি, দৈনিক ইনকিলাব সম্পাদক আলহাজ এ এম এম বাহাউদ্দীনের যোগ্য নেতৃত্বে ভবিষ্যতের যাবতীয় দাবি দাওয়া আদায় হবে ইন-শা আল্লাহ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জমিয়াতুল মোদার্রেছীন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ