Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুনির্দিষ্ট সাংবিধানিক প্রস্তাব ছাড়া সংলাপ নয় -ইনু

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, সংলাপে বসতে হলে বিএনপির পক্ষ থেকে সুনির্দিষ্ট সাংবিধানিক প্রস্তাব আসতে হবে। কিন্তু তাদের কাছ থেকে সুনির্দিষ্ট সাংবিধানিক কোনো প্রস্তাব পাওয়া যায়নি। রূপরেখাহীন কোনো প্রস্তাব নিয়ে সরকার আলোচনায় বসবে না।
গতকাল রোববার সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকের তথ্যমন্ত্রী এসব কথা বলেন। নির্বাচনকালীন সরকার সংবিধানে নেই বলে বিএনপি নেতা মওদুদ আহমদের বক্তব্য সঠিক নয় উল্লেখ করে তথ্যমন্ত্রী বলেন, সংলাপের দাবি তুলে বিএনপি আগামী নির্বাচনকে বানচাল করতে চায়। দেশে গণতন্ত্র, সংবিধান, সরকার সব কিছুই আছে। কাজেই সংলাপের কোনো প্রয়োজন নেই। তথ্যমন্ত্রী বলেন, নির্বাচন নিয়ে দেশে কোনো অনিশ্চয়তা নেই। সংবিধান অনুযায়ী নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে। নির্বাচনকালীন সরকার কেমন হবে সে বিষয়ে সংবিধানে কোনো অস্পষ্টতা নেই। তথ্যমন্ত্রী বলেন, সরকারের মেগা প্রকল্পে দুর্নীতি খুঁজে লাভ নেই। বিশ্বব্যাংকও তা খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, কিন্তু কিছুই পায়নি। তিনি বলেন, কালো কাচের ঘর থেকে বেরিয়ে আসুন। চোখের ওপর থেকে কালো চশমাটি সরিয়ে ফেলুন। তবেই সরকারের উন্নয়ন দেখতে পাবেন। শেখ হাসিনা সরকারের উন্নয়ন চোখে দেখা যায়, হাত দিয়ে ছোঁয়া যায়। নির্বাচন কমিশনে নিবন্ধন করা সব দলকে নির্বাচনে অংশ নেয়ার আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী। ইনু বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠীর সঙ্গে এখনো আঁতাত করে চলেছে। তাদের রুখতে সমমনাদের সঙ্গে নিয়ে বসে আলোচনা করে উপায় বের করতে হবে। গণতন্ত্র নস্যাৎ করাই তাদের মূল উদ্দেশ্য। বিএনপির উদ্দেশে তিনি বলেন, আপনাদের কারা কারা গুম হয়েছে তাদের তালিকা দেন, আমরা ব্যবস্থা নেব। হেফাজতও বলেছিল তাদের অনেক লোক মারা গেছে। আমরা তালিকা দিতে বলেছিলাম, কিন্তু তারাও কোনো তালিকা দিতে পারেনি। ইনু বলেন, ব্যাংক লোপাট আপনাদের সময়ই হয়েছে। যারা লোপাট করেছে, তারা রেহাই পেয়ে গেছে। কিন্তু শেখ হাসিনার সময় যাদের বিরুদ্ধে ব্যাংক লোপাটের অভিযোগ এসেছে, তাদের রেহাই নেই। তারা রেহাই পাবে না, তারা এখন দুদকের বারান্দায় গিয়ে বসে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইনু


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ