Inqilab Logo

শনিবার ২১ সেপ্টেম্বর ২০২৪, ০৬ আশ্বিন ১৪৩১, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

দিল্লিতে অপরাধ বেড়েছে ১২%

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ভারতের জাতীয় রাজধানী নয়া দিল্লিতে ২০১৭ সালে অপরাধের হার আগের বছরের তুলনায় ১২ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর এই অপরাধ বৃদ্ধির জন্য অর্থনৈতিকে বৈষম্য, ভোগ, পরিবারের শিথিল নিয়ন্ত্রণকে দায়ি করেছে দিল্লি পুলিশ। তবে ধর্ষণ ও খুনের ঘটনা এখানে কমেছে বলে পুলিশের রেকর্ডে উল্লেখ করা হয়। পুলিশের রেকর্ড অনুযায়ী, দিল্লিতে গাড়ি চুরি এখন সবচেয়ে বড় উদ্বেগের কারণ। ২০১৭ সালে দিল্লি পুলিশের খাতায় ২,২৩,০৭৫টি অপরাধ রেকর্ড করা হয়েছে। আগের বছর এই সংখ্যা ছিলো ১,৯৯,১১০টি। ২০১৭ সালে ভারতে প্রতি লাখ জনসংখ্যার বিপরীতে অপরাধ রেকর্ড হয়েছে ১,২৬৩টি। ২০১৬ সালে এটি ছিলো ১,১৩৭টি। অপরাধ সংখ্যা বৃদ্ধির জন্য পুলিশ মামলা দায়ের প্রক্রিয়া সহজ হওয়াকে কৃতিত্ব দিতে চায়। দিল্লির পুলিশ কমিশনার অমূল্য পাটনায়েক বলেন যে আর্থ-সামাজিক বৈষম্য অপরাধ সংগঠনের একটি বড় কারণ। এর সঙ্গে অন্যান্য ইস্যুও রয়েছে। এছাড়া তরুণদের মধ্যে অসহিষ্ণুতা বেড়েছে। তার মতে নারীদের নিরাপত্তা বিধান ও রাস্তায় অপরাধের আতংক দূর করার ওপর মনযোগ দিতে হবে। সারা বিশ্বেই অহরহ সন্ত্রাস হচ্ছে। আর, সন্ত্রাসদমন প্রচেষ্টাও রয়েছে তাদের তালিকার শীর্ষে। এনডিটিভি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দিল্লি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ