Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

অভিনয়ে অভিষেক হলো মিস ওয়ার্ল্ড প্রতিযোগী জেসিয়ার

৪ দ্য গ্রেটেস্ট শোম্যান ৫ পিচ পারফেক্ট থ্রি

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিনোদন রিপোর্ট: মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৭ প্রতিযোগিতার বিজয়ী জেসিয়া ইসলাম অভিনয়ে নাম লেখালেন। তাকে একটি ধারবাহিক নাটকে অভিনয় করতে দেখা যাবে। ধারাবাহিকটির নাম ব্যাচেলর ডটকম। নাটকটি এখন একুশে টেলিভিশনে প্রচার হচ্ছে। প্রচার চলতি এই নাটকের মাধ্যমেই অভিনয়ে জেসিয়ার অভিষেক হচ্ছে। নাটকটির নির্মাতা ইফতেখার শুভ। জেসিয়া ইসলাম বলেন, প্রথমবারের মতো অভিনয় করতে যাচ্ছি এ নিয়ে অনেক এক্সাইটেড। এ নাটকের গল্প বেশ মজার। তাই রাজি হয়েছি। এখানে আমার প্রবেশ ঘটবে নতুন ব্যাচেলর হিসেবে। এ মাসের শেষের দিকে নাটকটির শূটিংয়ে অংশ নেব। আপাতত পড়াশোনা নিয়ে ব্যস্ততা যাচ্ছে। ভালো গল্প ও পছন্দের চরিত্র হলে নিয়মিত নাটকে কাজ করবেন বলে জানান জেসিয়া। এদিকে বেশ কিছু সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন তিনি। গল্প পছন্দ হলে সিনেমায় অভিনয় করতে পারেন। উল্লেখ্য, ইফতেখার শুভ পরিচালিত ধারাবাহিক ব্যাচেলর ডটকমের বিভিন্ন চরিত্রে আরও রয়েছেন ছোটপর্দার এক ঝাঁক তারকা। তাদের মধ্যে তৌসিফ মাহবুব, নিলয়, জোভান, সিদ্দিক, নাদিয়া আফরিন মীম, নাদিয়া নদী, বাঁধন, আইরিন আফরোজ, তুলনা আল হারুন, তানিয়া বৃষ্টি, ফারজানা রিক্তা, ফারুখ আহমেদ, আহমেদ রুবেল, বরদা মিঠু ও কাজী উজ্জ্বল। নাটকটি প্রতি সপ্তাহের শনি থেকে সোমবার রাত ৮টা ৩০ মিনিটে একুশে টিভিতে প্রচার হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিনয়


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ