নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর্ণ আসর বাংলাদেশ প্রিমিয়ার লিগে তালিকার দ্বিতীয়স্থানে থাকাও হলো চট্টগ্রাম আবাহনীর। লিগের ২১তম রাউন্ডে নবাগত সাইফ স্পোর্টিং ক্লাবের কাছে বিধ্বস্ত হয়ে রানার্সআপের লড়াই থেকেও ছিটকে পড়লো তারা। এখন তাদের লড়তে হচ্ছে তালিকার তৃতীয়স্থানটি পাওয়ার জন্য। গতকাল বিকালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে সাইফ স্পোর্টিং ৩-০ গোলে হারায় চট্টগ্রাম আবাহনীকে। বিজয়ী দলের হয়ে ইংলিশ ফরোয়ার্ড চার্লি শেরিংহ্যাম দু’টি ও স্থানীয় মিডফিল্ডার মোহাম্মদ ইব্রাহিম একটি গোল করেন। এই জয়ে ২১ ম্যাচে ৪১ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থস্থানে থাকলেও সাইফ অপেক্ষায় আছে তিনে উঠে আসার। কারণ সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনী ৪৩ পয়েন্ট পেয়ে তৃতীয়স্থানে রইলেও তাদের শেষ খেলা চ্যাম্পিয়ন ঢাকা আবাহনীর বিপক্ষে। এ ম্যাচে চট্টগ্রাম হারলে এবং সাইফ শেষ ম্যাচে রহমতগঞ্জকে হারালে তারাই জায়গা পাবে তৃতীয়স্থানে। চট্টগ্রাম আবাহনীর এই হারে শেখ জামালের লিগ রানার্সআপটা নিশ্চিত হলো। তারা ২১ ম্যাচে ৪৭ পয়েন্টে রয়েছে দ্বিতীয়স্থানে। ফরাশগঞ্জের বিপক্ষে শেখ জামালের শেষ ম্যাচের ফলাফল তাদের রানার্সআপের ক্ষেত্রে কোন প্রভাব ফেলবে না।
শিরোপার স্বপ্ন আগেই শেষ হয়েছে। বেঁচে ছিল রানার্সআপ হওয়ার ক্ষীণ আশা। এক্ষেত্রে শেষ ম্যাচে শেখ জামালকে হারতে হতো ফরাশগঞ্জের কাছে। আর চট্টগ্রাম আবাহনীকে জিততে হতো সাইফ স্পোর্টিং ও ঢাকা আবাহনীর বিপক্ষে। সমীকরণটা কঠিন হলেও সাইফকে হারিয়ে সেরা দুইয়ে থাকার লড়াইয়ে থাকতেই কাল মাঠে এসেছিল চট্টগ্রাম আবাহনী। কিন্তু ৪৫ মিনিটের ঝড়ে সব ওলট-পালট হয়ে গেল। স্বপ্ন ভেঙে চুরমার হলো চট্টগ্রামের। তিন রাউন্ড আগেও যারা ছিল শিরোপার লড়াইয়ে তাদের সাইফের বিপক্ষে মাঠে চেনাই যাচ্ছিলো না। দলের নিয়মিত কোচ সাইফুল বারী টিটুকে হারিয়ে যেন খেই হারিয়ে ফেলেছেন চট্টগ্রামের ফুটবলাররা। সাইফের ঝড় সামলে সোজা হয়ে দাঁড়ানোর কোন সক্ষমতাও দেখা গেল না তাদের মধ্যে। আগের ম্যাচে শেখ জামালের কাছে হেরে ব্যাকফুটে চলে গেলেও সাইফের বিপক্ষে শুরু থেকেই আক্রমনাতœক খেলে চট্টগ্রাম আবাহনী। ম্যাচের ২২ মিনিটে এগিয়ে যেতে পারতো তারা। বাঁম দিক থেকে জাহিদের বাঁকানো ফ্রি-কিকে কেউ হেড করতে না পারায় গোল হয়নি। বল গোলরক্ষক পাপ্পুর গ্রিপে যায়। ম্যাচ জুড়ে চট্টগ্রামের বলার মতো সুযোগ ছিল এটিই। নয় মিনিটের ব্যবধানে দু’গোল করে সাইফ স্পোর্টিংকে চালকের আসনে বসান চার্লি শেরিংহ্যাম। ২৬ মিনিটে ডানপ্রান্ত থেকে ইব্রাহিম ফ্রি কিক নিলে ইংল্যান্ডের এই ফরোয়ার্ড হেডে বোকা বানান চট্টগ্রামের গোলরক্ষক আশরাফুল ইসলাম রানাকে (১-০)। ৩৪ মিনিটে বাঁমপ্রান্ত থেকে ইব্রাহিমেরই করা ফ্রি কিক বক্সের ভেতর প্রতিপক্ষের এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে যাওয়ার পর হেড করে গোল করেন শেরিংহ্যাম (২-০)। আর প্রথমার্ধের যোগকরা সময়ে মেরাজ হোসেনের কাছ থেকে বল পেয়ে ইব্রাহিম শটে গোল করে চট্টগ্রাম আবাহনীকে কোণঠাসা করে ফেলে (৩-০)। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফিরতে চেষ্টা করেও ব্যর্থ হয় চট্টগ্রাম। তাই শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে সাইফ। একই মাঠে সন্ধ্যায় অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে ঢাকা মোহামেডান ৩-২ গোলে হারায় মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্রকে। এই জয়ে ২১ ম্যাচে ৩২ পয়েন্ট নিয়ে তালিকার পঞ্চমস্থানেই রইলো মোহামেডান। সমান ম্যাচে ১৭ পয়েন্ট পাওয়া মুক্তিযোদ্ধার অবস্থান দশমে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।