Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ধর্মগুরু বিয়ের প্রস্তাব গ্রহণ করলে জানাবেন ইমরান

| প্রকাশের সময় : ৮ জানুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : দলীয় প্রধান ইমরান খানের বিয়ের গুজবকে প্রথমে ভ্রান্ত বলে উড়িয়ে দিলেও এবার পাকিস্তান তেহরিক-ই ইনসাফ-পিটিআই এক বিবৃতিতে স্বীকার করেছে, পাকিস্তান ক্রিকেট দলের সাবেক এই অধিনায়ক তার ধর্মগুরু মেনকা বুশরাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। পিটিআই বলছে, নিজের মতামত জানাতে বুশরা খানিকটা সময় চেয়েছেন। তিনি প্রস্তাবটি গ্রহণ করলে ইমরান খান নিজেই তা দেশবাসীকে জানাবেন। গত শনিবার বেনামি সূত্রের বরাতে বিভিন্ন সংবাদমাধ্যমে ইমরান খানের বিয়ের গুজব ওঠে। গোপন সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, বহুদিনের বন্ধু বুশরা মেনকাকে বিয়ে করেছেন তিনি। গত ১ জানুয়ারি লাহোরের ডিফেন্স হাউজিং অথরিটির সেক্টর ওয়াই’র একটি বাসায় ওই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। বুশরা একজন পীর। তিনি ইমরানের আধ্যাত্মিক ধর্মগুরু বলে পরিচিত। বিভিন্ন সময় ইমরান তার কাছে রাজনৈতিক পরামর্শ নিয়ে থাকেন। গুজব উঠেছে, পিটিআই’র কোর কমিটির অন্যতম সদস্য মুফতি সাইদ তাদের বিয়ে পড়িয়েছেন। একই ব্যক্তি ২০১৫ সালের নভেম্বরে ইমরানের সঙ্গে রেহাম খানের বিয়ে দিয়েছিলেন। বুশরা মেনকা এক সরকারি কর্মচারীর সাবেক স্ত্রী। কয়েক মাস আগেই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তার সাবেক স্বামী বিবাহ বিচ্ছেদের খবর স্বীকার করলেও ইমরানের সঙ্গে বিয়ের বিষয়ে বলতে রাজি হননি বুশরা। পিটিআই-এর পক্ষ থেকে প্রাথমিকভাবে বিয়ের খবর অস্বীকার করা হলেও রবিবার এক বিবৃতিতে তারা জানিয়েছে, ইমরান খান কেবল বুশরা মেনকাকে বিয়ের প্রস্তাব দিয়েছেন। বুশরা তাকে জানিয়েছেন, নিজের সন্তানসহ পরিবারের অন্যান্যদের সঙ্গে কথা বলার পর তিনি ইমরানকে নিজের মতামত জানাবেন। এক্সপ্রেস ট্রিবিউন।



 

Show all comments
  • কফিল ৮ জানুয়ারি, ২০১৮, ১:০৩ পিএম says : 0
    তাদের সাফল্য কামনা করি আশা করি এই জুটি আমৃত্যু টিকবে
    Total Reply(0) Reply
  • বাদল ৮ জানুয়ারি, ২০১৮, ১:০৪ পিএম says : 0
    এটা ইমরানের কত নম্বর বিয়ে
    Total Reply(0) Reply
  • Syed ৮ জানুয়ারি, ২০১৮, ১১:৪৭ পিএম says : 0
    অধর্মগুরু এবং দুজনই অথর্ব |
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ইমরান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ