Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্রাসেলস হামলার জের - যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানের বিমান বন্দর ও রেলস্টেশনে সর্বোচ্চ সতর্কতা

প্রকাশের সময় : ২৪ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে বিমানবন্দর ও রেলস্টেশনে সন্ত্রাসী হামলার পর যুক্তরাষ্ট্র, ভারত ও পাকিস্তানে, বিশেষ করে বিমানবন্দর ও রেল স্টেশনগুলোতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। মার্কিন কর্মকর্তারা জানান, যুক্তরাষ্ট্রের ওপর নির্দিষ্ট কোনো হুমকি নেই। ব্রাসেলস হামলার পর প্রেসিডেন্ট বারাক ওবামা ও ডেমোক্রেটিক দলীয় প্রেসিডেন্ট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিনটন সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও জোরালো ব্যবস্থা নেয়ার কথা বলেন। এদিকে রিপাবলিকান দলীয় মনোনয়ন প্রত্যাশী ডোনাল্ড ট্রাম্প সীমান্ত নিরাপত্তা আরও জোরদার এবং গোয়েন্দা সংস্থাগুলোকে ভবিষ্যৎ হামলার সূত্রগুলোকে ধ্বংস করে দেয়ার আহ্বান জানান। ডেমোক্রেট দলীয় গোয়েন্দা কমিটির প্রতিনিধি ক্যালিফোর্নিয়ার এডাম শিফ বলেন, সাম্প্রতিক বছরগুলোতে বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হলেও তিনি একই ধরনের হামলার ব্যাপারে এখনো শঙ্কিত। সামগ্রিকভাবে বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা বাড়াতে আরও অনেক কিছু করার আছে বলে তিনি উল্লেখ করেন। এদিকে, ব্রাসেলস হামলার পর পরই ভারতের সবগুলো বিমানবন্দরে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে কর্তপক্ষ। গত মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে ব্রাসেলসে এ হামলার ঘটনা ঘটে। এতে প্রাথমিক খবরে ৩৫ জন নিহত ও আড়াইশো মানুষ আহত হয়। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে বেলজিয়াম কর্তৃপক্ষ জানায়। এর কিছু পরই ভারতে এ সতর্কতা জারি করা হয়। এছাড়া, ভারতের সবগুলো মেট্রোস্টেশনেও সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। ব্রাসেলসের যাভেনতেম বিমানবন্দরে হামলার কিছু সময় পরই ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদরদপ্তরের কাছে অবস্থিত মায়েলবেক মেট্রোস্টেশনে হামলা চালানো হয়। এ ঘটনায়ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এদিকে, বোমা আতঙ্কে পাকিস্তানের বেনজির ভুট্টো আন্তর্জাতিক বিমানবন্দরেও জরুরি অবস্থা জারি করা হয়েছে। গত মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদ মাধ্যমগুলো এ খবর জানায়। খবরে বলা হয়, লন্ডন থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি বেনজির ভুট্টো বিমানবন্দর কর্তৃপক্ষকে টেলিফোনে জানান, সেখানে অবস্থানরত দু’টি প্লেনে বোমা রয়েছে। এর পরই বিমানবন্দরটিতে জরুরি অবস্থা জারি করা হয়। এদিকে, এ ঘটনায় ওই বিমানবন্দরের কয়েকটি ফ্লাইট স্থগিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রে ডেল্টা এয়ারলাইন্স, ইউনাইটেড কন্টিনেন্টাল হোল্ডিংস ও আমেরিকান এয়ারলাইন্স গ্রুপ ব্রাসেলসের ঘটনার পর তাদেরও সকল রুটে বিমান চলাচল বন্ধ রেখেছে বলে জানায়। এএফপি, ইন্ডিয়া টুডে, ডন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ব


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ