Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টানা পঞ্চমবার গুজরাট বিজেপির, হিমাচলও ঝুলিতে

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০১৭, ৩:২৩ পিএম

ভারতের গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে কেন্দ্রে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
সোমবার (ডিসেম্বর ১৮) সকালে ভোট গণনার শুরু হওয়ার পর শেষ খবর পাওয়া পর্যন্ত বিজেপি গুজরাটে ১০৬টি আসনে সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মস্থান এই রাজ্যে সরকার গড়তে বিজেপির প্রয়োজন ছিলো ৯২টি আসন। গত নির্বাচনের থেকে কিছুটা ভালো ফল করা বিরোধী কংগ্রেস এগিয়ে আছে ৭৪টি আসনে।
এর মধ্য দিয়ে টানা পঞ্চমবারের মত বিজেপি সরকার গড়তে যাচ্ছে ভারতের অন্যতম শিল্প সমৃদ্ধ ও উন্নত রাজ্য হিসেবে পরিচিত রাজ্যটিতে।
গত ১৯ বছর ধরেই গুজরাটে ক্ষমতাসীন বিজেপি। সর্বশেষ ২০১২ সালের নির্বাচনে ১১৫টি আসন নিয়ে গুজরাটে ক্ষমতাসীন হয়েছিলেন রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী এবং বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
অপরদিকে গত নির্বাচনের থেকে কিছুটা উন্নতি করেছে কংগ্রেস। গত নির্বাচনে কংগ্রেস পেয়েছিলো ৬১ আসন। তবে এবার ৭৪টি আসনে জিততে চলেছে তারা।
গুজরাটের পাশাপাশি হিমালয় পাদদেশে অবস্থিত ভারতের উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনেও সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে রাজ্যের বিরোধী দলের আসনে থাকা বিজেপি।
রাজ্যের বিধানসভার ৬৮টি আসনের মধ্যে বিজেপি সুস্পষ্ট ব্যবধানে এগিয়ে রয়েছে ৪৪টি আসনে। সরকার গড়তে এই রাজ্যে প্রয়োজন ৩৫টি আসন। গত নির্বাচনে হিমাচলে সরকার গঠন করেছিলো কংগ্রেস। বিজেপি ২৬টি আসন পেয়ে বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলো। সোমবারের ভোট গণনায় কংগ্রেস এগিয়ে আছে মাত্র ২০টি আসনে।
এদিকে দুই রাজ্যেই বিজেপির বিজয়ের খবর ছড়িয়ে পড়ায় এখন ভারতজুড়েই উৎসবের আমেজ বিজেপি শিবিরে। দিল্লির কেন্দ্রীয় কার্যালয় এবং গুজরাটের গান্ধীনগরের দলীয় কার্যালয়ে রীতিমতো উৎসব শুরু হয়ে গেছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: গুজরাট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ