Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডিসেম্বরে রুচা গুজরাটির বিয়ে

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ভারতীয় টেলিভিশনের অভিনেত্রী রুচা গুজরাটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে বিয়ে করতে যাচ্ছেন।
রুচার বরের নাম বিশাল। এক অভিন্ন বন্ধুর মাধ্যমে তাদের পরিচয়। এই বছরের জানুয়ারি থেকে তাদের প্রেমের সূচনা। আর জুলাইয়ের ১২তে বাগদান।
রুচা বলেছেন, “জীবনের এই সুন্দর পর্যায়ে পোঁছাচ্ছি বলে আমি রোমাঞ্চিত। বিশাল আমার জীবনে অনেক সুখ বয়ে এনেছে। সে বেশি প্রচারের ব্যাপারে খুব অভ্যস্ত নয় বলে আমি আমাদের সম্পর্কের বিষয়টি গোপন রেখে এসেছি।”
রুচা-বিশালের বিয়ে বেশি জাঁকজমকের মধ্যেদিয়ে হবে না বলে জানা গেছে। অভিনেত্রীর কিছু নিকট বন্ধু ১২ ডিসেম্বরের এই আয়োজনে দাওয়াত পেয়েছে। রুচা বলেছেন, “প্রস্তুতি পুরোদমে চলছে। মেহেন্দি, সঙ্গীত আর হলদি অনুষ্ঠানগুলোতে পরিবারের সীমিত সদস্যরা থাকবে। বিয়ের পোশাক ছাড়া সব পোশাক আমিই ডিজাইন করেছি। বিয়ের দিন আমি আর বিশাল মেলানো রঙের পোশাক পরব।”
বিয়ের পর রুচা একমাসের ছুটি নেবেন। এ ব্যাপারে তার ‘গঙ্গা’ সিরিয়ালের নির্মাতাদের তিনি আগেই অবহিত করে রেখেছিলেন।
এর আগে এক ব্যবসায়ীর সঙ্গে রুচার বিয়ে হয়েছিল। ২০১৩’র এপ্রিলে তাদের বিবাহবিচ্ছেদ হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ডিসেম্বরে রুচা গুজরাটির বিয়ে
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ