পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাল, ডাল, পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সিটি কর্পোরেশন ও পৌরসভায় হোল্ডিং ট্যাক্স এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সারাদেশে বিক্ষোভ করেছে বিএনপি। সরকারের গণবিরোধী এসব মূল্য বৃদ্ধির সিদ্ধান্তের প্রতিবাদে গতকাল (বুধবার) রাজধানী ঢাকাসহ দেশের মহানগর ও জেলা শহরে দলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন। বেশকিছু এলাকায় বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা, লাঠিচার্জ এবং নেতাকর্মী আটকের অভিযোগ করেছে দলটি। রাজধানীতে আটক নেতাকর্মীদের অবিলম্বে মুক্তি দাবি করেছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহলে ও সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। এসব কর্মসূচিতে বিএনপির পক্ষ থেকে বলা হয়, সরকার গণবিচ্ছিন্ন ও দুর্নীতি নিমজ্জিত থাকায় নানা উপায়ে জনগণের পকেট কাটতেই হোল্ডিং ট্যাক্স এবং গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধি করছে। অন্যদিকে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের জীবন নাভিশ্বাস হয়ে পড়েছে। পুলিশের কঠোর নজরদারী ও বাধা উপেক্ষা করে ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল বের করলে বিভিন্ন স্থানে পুলিশ বাধা দেয়। কলাবাগান থানার একটি বিক্ষোভ মিছিল গ্রীন রোডে ওয়ার্ল্ড ইউনিভাসিটির্র সামনে থেকে শুরু হয়ে বেপজার সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন মহানগর বিএনপির সহ-সভাপতি সিরাজুল ইসলাম। ডেমরা থানার বিক্ষোভ মিছিল স্টাফ কোয়ার্টার থেকে শুরু হয়ে মীরপাড়া সিএনজি পাম্পে শেষ হয়। মিহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এমএ হান্নানের নেতৃত্বে শাহবাগ থানার একটি বিক্ষোভ মিছিল রাজধানীর মুক্তাঙ্গন থেকে শুরু হয়ে জিরোপয়েন্ট এলে পুলিশী বাধার মুখে শেষ হয়। শাহবাগ থানার ২০নং ওয়ার্ড বিক্ষোভ মিছিল মহানগর বিএনপির সহ-সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাঈদের নেতৃত্বে ঢাকা মেডিকেলের সামনে থেকে শুরু হয়ে দোয়েল চত্তরে শেষ হয়। ধানমন্ডি থানার থানার মিছিল ধানমন্ডি ১৯ নম্বর থেকে শুরু হয়ে মধুুবাজার শেষ হয়। মহানগর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সাত্তারের নেতৃত্বে সুত্রাপুর থানার মিছিল রায় সাহেব বাজার মোড় থেকে শুরু হয়ে ন্যাশনাল হাসপাতালের সামনে, অপর একটি বিক্ষোভ মিছিল লক্ষীবাজারে শুরু করে হৃষিকেশ দাস রোডে, ওয়ারী থানার বিক্ষোভ মিছিল র্যাংকিন স্ট্রীট থেকে শুরু করে বিসিসি রোডে, খিলগাঁও থানার একটি বিক্ষোভ মিছিল খিদমাহ হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে পল্লীমা সংসদে শেষ হয়। মিছিলের নেতৃত্ব দেন মহানগর বিএনপির সহ-সভাপতি ইউনুস মৃধা, যুগ্ম সাধারণ সম্পাদক এড, কারুফুল ইসলাম। মহানগর বিএনপির সহ-সভাপতি মোশারফ হোসেন খোকনের নেতৃত্বে লালবাগ থানার বিক্ষোভ মিছিল চকবাজার মোড়ে শুরু হয়ে কিছুদুর অগ্রসর হলে পুলিশ লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয়। যাত্রাবাড়ী থানার বিক্ষোভ মিছিল শহীদ ফারুক সড়ক থেকে শুরু করে কিছু দূর অগ্রসর হলে পুলিশী বাধার মুখে শেষ হয়। মিছিলে নেতৃত্বে দেন মিজানুর রহমান ভান্ডারী, হাজী আনোয়ার সর্দার, এড. ইসাহাক, তালুকদার আশরাফ উদ্দীন খান, সাঈদ আহম্মেদ সাঈদ আলী, আহাম্মেদ সবুজ, মুজিবর রহমান মিঠু, মাসুম মোল্লা, সাগর দেওয়ান, ফারহান, শান্ত ইসলাম জুম্মন প্রমুখ। মহানগর বিএনপির সহ-সভাপতি মীর হোসেন মীরুর নেতৃত্বে জুরাইন রেলগেট থেকে শুরু করে ধোলাইপাড় মোড় হামিদা সিএনজি পাম্পে শেষ হয়। বংশাল থানার মিছিল আল রাজ্জাক হোটেলের সামনে শুরু হয়ে সুরিটোলা স্কুলে, কোতয়ালী থানার মিছিল ওয়াজঘাটে শুরু হয়ে পাটুয়াটুলীতে, কোতয়ালীর অপর একটি মিছিল নয়াবাজার থেকে শুরু করে বাবুবাজারে, কামরাঙ্গীর চর থানার বিক্ষোভ মিছিল কালুনগরে শুরু হয়ে হাজারীবাগ বেড়ীবাধে, শ্যামপুর থানার মিছিল দয়াগঞ্জ থেকে শুরু হয়ে জুরাইন নতুন সড়কে এসে শেষ হয়। এছাড়াও ঢাকা মহানগর দক্ষিনের পল্টন, মতিঝিল, রমনা, শাহজাহানপুর, সবুজবাগ থানাসহ সকল থানায় থানায় বিক্ষোভ কর্মসূচী পালিত হয়। শান্তিপূর্ণ মিছিলে পুলিশী হামলা ও নেতাকর্মীদের গ্রেফতারের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সভাপতি হাবিব উন নবী খান সোহেল এবং সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার। নেতৃদ্বয় অবিলম্বে গ্রেফতারকৃত নেতাকর্মীদের নি:শর্ত মুক্তি দাবি করেন।
এদিকে একই কর্মসূচিতে ঢাকা মহানগর উত্তর বিএনপি’র উদ্যোগে থানায় থানায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। বাড্ডা থানা বিএনপির একটি বিক্ষোভ মিছিল বাড্ডা লিংক রোডে শুরু হয়ে সুবাস্তু টাওয়ারের সামনে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক এজিএম শামসুল হক। পল্লবী থানার মিছিল কমিশনার মোঃ সাজ্জাদ ও বুলবুল মল্লিকের নেতৃত্বে, খিলক্ষেত থানা বিএনপির বিক্ষোভ ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আক্তার হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। শেরে বাংলা নগর থানার মিছিল স্কয়ার হাসপাতালের সামনে থেকে সমরিতা হাসপাতাল পর্যন্ত গিয়ে পুলিশি বাঁধায় পন্ড হয়। মোহাম্মদপুর থানার মিছিল আনন্দ বিদ্যালয় হতে শুরু হয়ে শিশু মেলায়, উত্তরখান থানা বিএনপির মিছিল বেপারী রোডে শুরু হয়ে চৌরাস্তায়, উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ নাসির উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ বিমানবন্দর বাজারে শুরু হয়ে চৌরাস্তায়, তেজগাঁও থানায় এল, রহমানের নেতৃত্বে, উত্তরা পূর্ব থানার মিছিল এম,এ মনির হাছানের নেতৃত্বে ডিপিএস স্কুলের সামনে শুরু হয়ে রাজউক স্কুলের সামনে, আরেকটি মিছিল মোঃ মতিউর রহমান মতির নেতৃত্বে ৪নং সেক্টরে শুরু হয়ে কিছুদূর অগ্রসর হলে মিছিলটি পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। উত্তরা পশ্চিম থানার বিক্ষোভ আবদুল্লাহপুরে শুরু হয়ে ১০ নম্বর সেক্টরে, শাহআলী থানার মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি ফেরদৌসি আহমেদ মিষ্টির নেতৃত্বে অনুষ্ঠিত হয়। মিরপুর থানা বিএনপির বিক্ষোভ মিছিল প্রশিকা ভবনের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় তা পন্ড হয়ে যায়। রূপনগর থানা বিএনপির বিক্ষোভ মিছিল রূপনগর আবাসিক এলাকা থেকে শুরু হয়ে দুয়ারী পাড়া গিয়ে শেষ হয়। দারুস সালামের মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির সহ-সভাপতি মোঃ মাসুদ খানের নেতৃত্বে অনুষ্ঠিত হয়। ভাষানটেক থানা বিএনপির মিছিল কচুক্ষেত বাজারের সামনে থেকে শুরু করতে গেলে পুলিশী বাঁধায় মিছিলটি পন্ড হয়ে যায়। দক্ষিণখান থানার মিছিল হাজী ক্যাম্প থেকে বিমান বন্দর ষ্টেশনের নিকট আসলে পুলিশি বাঁধায় পন্ড হয়। তুরাগ থানার মিছিল ৫নং সেক্টর থেকে শুরু হয়ে ২নং সেক্টরে পৌঁছালে পুলিশী বাঁধায় পন্ড হয়ে যায়। রামপুরা থানার মিছিল ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম সম্পাদক সাইফুর রহমান মিহিরের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
নেত্রকোণায় বিক্ষোভ: গ্যাস, বিদ্যুৎ, হোল্ডিং ট্যাক্স, চাল, ডাল, পিয়াজসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ করেছে নেত্রকোনা জেলা বিএনপি। গতকাল সকাল ১১টায় ছোট বাজারস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ কর্মসূচিতে জেলা বিএনপির সভাপতি আশরাফ উদ্দিন খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ড্যাব নেতা প্রফেসর ডাঃ আনোয়ারুল হকের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এডভোকেট ড. আরিফা জেসমিন নাহীন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান তালুকদার, সহ-সভাপতি সৈয়দ জাহেদুল আলম, আব্দুল ওয়াহাব ভূঁইয়া, যুগ্ম সম্পাদক সালাহ্উদ্দিন খান মিল্কী, তাজেজুল ইসলাম ফারাস সুজাত, বজলুর রহমান পাঠান, সাংগঠনিক সম্পাদক এস এম মনিরুজ্জামান দুদু প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।